ইটাহার বিধানসভা কেন্দ্র

ইটাহার (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র

ইটাহার
বিধানসভা কেন্দ্র
ইটাহার পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ইটাহার
ইটাহার
ইটাহার ভারত-এ অবস্থিত
ইটাহার
ইটাহার
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২৫°২৭′ উত্তর ৮৮°১০′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর
কেন্দ্র নং.৩৬
আসনখোলা
লোকসভা কেন্দ্র৬.বালুরঘাট
নির্বাচনী বছর১৬৪,০৬৮ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৩৬ নং ইটাহার বিধানসভা কেন্দ্রটি ইটাহার সিডি ব্লক এর অন্তর্গত।[1]

ইটাহার বিধানসভা কেন্দ্রটি ৬ নং বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রটি পূর্বে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[1]

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১ইটাহারবনমালী দাসভারতীয় জাতীয় কংগ্রেস[2]
১৯৫৭বসন্ত লালল চ্যাটার্জীভারতের কমিউনিস্ট পার্টি[3]
১৯৬২ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস[4]
১৯৬৭ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস[5]
১৯৬৯ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস[6]
১৯৭১ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস[7]
১৯৭২ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস[8]
১৯৭৭ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস [9]
১৯৮২ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস (সোশ্যালিস্ট)[10]
১৯৮৭স্বদেশ চাকিভারতের কমিউনিস্ট পার্টি [11]
১৯৯১ডা. জাইনাল আবেদিনভারতীয় জাতীয় কংগ্রেস [12]
১৯৯৬শ্রীকুমার মুখার্জীভারতের কমিউনিস্ট পার্টি[13]
২০০১শ্রীকুমার মুখার্জীভারতের কমিউনিস্ট পার্টি[14]
২০০৬শ্রীকুমার মুখার্জীভারতের কমিউনিস্ট পার্টি[15]
২০১১অমল আচার্যসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[16]

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের অমল আচার্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের শ্রীকুমার মুখার্জীকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: ইটাহার কেন্দ্র[16][17]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস অমল আচার্য ৬১,৭০৭ ৪৩.৯৫ -৬.১৭#
সিপিআই শ্রীকুমার মুখার্জী ৫৪,৬৫৫ ৩৮.৯৩ -৮.১৯
নির্দল এমডি. রকবুল বোকশ ১৬,৮০৩ ১১.৯৭
বিজেপি সুমন কুমার আচার্য ২,৭৯৪
নির্দল মানিক চন্দ্র সরকার ২,২২২
ঝাড়খণ্ড ডিসম পার্টি হোপ্না মুর্মু ৮৮৯
ইন্ডিয়ান পিউপিল'স ফরওয়ার্ড ব্লক আব্দুর রাজ্জাক ৬৭৯
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন সুলেমান হাফিজি ৬৫৩
ভোটার উপস্থিতি ১,৪০,৪০২ ৮৫.৫৮
সিপিআই থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে সুইং ১.৯৮#

এমডি. রকবুল বোকশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিরোধিতা করেন এবং নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়।[18]

২০০৬

২০০৬ সালের নির্বাচনে, সিপিআই এর শ্রীকুমার মুখার্জী আইএনসি'র অমল আচার্যকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০৬: ইটাহার কেন্দ্র[16][19]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই শ্রীকুমার মুখার্জী ৬৬,৭৬৮ ৪৩.৯৫ -৬.১৭#
কংগ্রেস অমল আচার্য ৬৬,০২৮ ৩৮.৯৩ -৮.১৯
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ডা. জাইনাল আবেদিন ৬,৫৮১ ১১.৯৭
এলজেপি জয়ন্ত সরকার ১,৯৯৯
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) (লিবারেশন) সুলেমান হাফিজি ১,৩৭০
ঝাড়খণ্ড ডিসম পার্টি উজ্জল কুমার রায় ১,১৫১
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া শোভন লাল মিত্র ৬৬০
ভোটার উপস্থিতি ১,৪০,৪০২ ৮৫.৫৮
সিপিআই নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং ১.৯৮#

১৯৭৭-২০০৬

২০০৬, ২০০১ ও ১৯৯৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে, সিপিআই এর শ্রীকুমার মুখার্জী ৩৬ নং ইটাহার কেন্দ্র থেকে জয়ী হন, ২০০৬ সালে[15] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমল আচার্যকে পরাজিত করেন, ২০০১ সালে এনসিপি'র ডা.জাইনাল আবেদিন[14] এবং ১৯৯৬ সালে ডা.জাইনাল আবেদিন কংগ্রেস পরাজিত করেন।[13] অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৯১ সালে কংগ্রেসের ডা.জাইনাল আবেদিন সিপিআই'র স্বদেশ চকিকে পরাজিত করেন।[12] ১৯৮৭ সালে সিপিআই'র স্বদেশ চকি কংগ্রেসের ডা.জাইনাল আবেদিনকে পরাজিত করেন।[11] ১৯৮২ সালে আইসিএস/কংগ্রেসের ডা.জাইনাল আবেদিন সিপিআই এর বসন্ত লাল চ্যাটার্জীকে পরাজিত করেন[10] এবং ১৯৭৭ সালে সিপিআই (এম) -এর সলিল কুমার গুহকে পরাজিত করেন।[9][20]

১৯৫১-১৯৭২

১৯৭২[8], ১৯৭১[7], ১৯৬৯[6], ১৯৬৭[5] এবং ১৯৬২ সালে[4] কংগ্রেসের ডা. জাইনাল আবেদিন জয়ী হন। ১৯৫৭ সালে সিপিআই এর বসন্ত লাল চ্যাটার্জী জয়ী হন।[3] ১৯৫১ সালে কংগ্রেসের বনমালী দাস জয়ী হন।[2]

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  3. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  4. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  5. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  6. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  7. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  8. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  9. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  10. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  11. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  12. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  13. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  14. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  15. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  16. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  17. "West Bengal Assembly Election 2011"Itahar (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১
  18. "Trinamul plans boycott if Deepa strays MP's choice: campaign for all or not at all" (ইংরেজি ভাষায়)। The Telegraph, 6 April 2011। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১
  19. "West Bengal Assembly Election 2006"Itahar (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০০৬
  20. "34 - Itahar Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.