ইজ্জতনগর রেলওয়ে বিভাগ
বেরেলিতে অবস্থিত ইজ্জতনগর রেলওয়ে স্টেশনে ইজ্জতনগর রেলওয়ে বিভাগ হল ভারতীয় রেলওয়ের উত্তর পূর্ব রেলওয়ে অঞ্চলের অধীনে একটি রেলওয়ে বিভাগ। এই রেলওয়ে বিভাগটি ১৪ এপ্রিল ১৯৫২ সালে গঠিত হয়েছিল।
বারাণসী রেলওয়ে বিভাগ এবং লখনউ এনইআর রেলওয়ে বিভাগ হল গোরখপুরে সদর দফতর এনইআর জোনের অধীনে অন্য দুটি রেলওয়ে বিভাগ। [1] [2]
রেলওয়ে স্টেশন এবং শহরের তালিকা
তালিকায় ইজ্জতনগর রেলওয়ে বিভাগের অধীনে থাকা স্টেশন এবং তাদের স্টেশন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। [3] [4] [5]
স্টেশনের বিভাগ | স্টেশনের সংখ্যা | স্টেশনের নাম |
---|---|---|
ক-১ | ১ | Pilibhit Junction |
ক | ২ | কাঠগোদাম, রুদ্রপুর সিটি |
খ | - | ইজ্জতনগর, ফররুখাবাদ Farrukhabad Junction, Kasganj, কাশিপুর জংশন, লালকুয়ান জংশন, Puranpur |
গ শহরতলির স্টেশন |
- | বেরেলি সিটি, বাজপুর, বাহেরি, ভজিপুরা, বিসালপুর, বুদাউন, ফতেহগড়, গঞ্জ দুন্দোয়ারা, গুরসাহাইগঞ্জ, হলদওয়ানি, হাতরাস সিটি, কল্যাণপুর, কনৌজ, খাতিমা, কায়মগঞ্জ, কিচ্ছা, Mathura Cantt, রামজানপুর, রামজানপুর, রামজানপুর, সোমপুর, টনকপুর, উজানি |
ডি | - | |
ই | - | আরাউল মাকানপুর, দাড়িওগঞ্জ, দুধিয়া খুর্দ, ঘাটপুরী, গুলারভোজ, কাম্পিল রোড, কমলগঞ্জ, কুড়াইয়া, নিগোহি, পাটিয়ালি, পিপলসানা, শামশাবাদ |
চ হল্ট স্টেশন |
৫৩ | - |
মোট | - | - |
যাত্রীদের জন্য বন্ধ স্টেশন -
তথ্যসূত্র
- "Zones and their Divisions in Indian Railways" (পিডিএফ)। Indian Railways। ১৯ মার্চ ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।
- "Izzatnagar Railway Division"। Railway Board। North Eastern Railway zone। ৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।
- "Statement showing Category-wise No.of stations in IR based on Pass. earning of 2011" (পিডিএফ)। ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation Of Stations" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- "Izzatnagar railway division - Commercial Information on Railway website-June -2014" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.