ইজাজ ফাকিহ

ইজাজ ফাকিহ (উর্দু: اعجاز فقیہ; জন্ম: ২৪ মার্চ, ১৯৫৬) সিন্ধু প্রদেশের করাচি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৮ সময়কালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[1][2][3]

ইজাজ ফাকিহ
اعجاز فقیہ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইজাজ ফাকিহ
জন্ম (1956-03-24) ২৪ মার্চ ১৯৫৬
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৮৭)
২২ ডিসেম্বর ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১৪ এপ্রিল ১৯৮৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৩)
১৯ ডিসেম্বর ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৩০ মার্চ ১৯৮৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ২৭
রানের সংখ্যা ১৮৩ ১৯৭
ব্যাটিং গড় ২৬.১৪ ১২.৩১
১০০/৫০ ১/- -/-
সর্বোচ্চ রান ১০৫ ৪২*
বল করেছে ৫৩৪ ১১১৬
উইকেট ১৩
বোলিং গড় ৭৪.৭৫ ৬৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/৩৮ ৪/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ২/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ জানুয়ারি ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে করাচি, মুসলিম কমার্শিয়াল ব্যাংক ও সিন্ধু দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন।

খেলোয়াড়ী জীবন

১৯৭৩-৭৪ মৌসুম থেকে ১৯৯১-৯২ মৌসুম পর্যন্ত ইজাজ ফাকিহ’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্ট ও সাতাশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন ইজাজ ফাকিহ। ২২ ডিসেম্বর, ১৯৮০ তারিখে করাচিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৪ এপ্রিল, ১৯৮৮ তারিখে পোর্ট অব স্পেনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৮৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসরে পাকিস্তানের পক্ষে খেলেছিলেন।

তথ্যসূত্র

  1. List of Pakistan Test Cricketers
  2. "Pakistan – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০
  3. "Pakistan – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.