ইক্কা সিং
অঙ্কিত সিং পাটিয়াল জনপ্রিয় ইক্কা সিং নামে বেশি পরিচিত, তিনি একজন ভারতীয় র্যাপার এবং গীতিকার।[1] ২০১৪ সালে তামানচে ছবিতে "ইন দা ক্লাবে" গান দিয়ে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।[2] এর আগে ইয়ো ইয়ো হানি সিং সাথে তাঁর হিপহপ ব্যান্ড মাফিয়া মুন্ডিরের সাথে রাফতার, বাদশাহ এবং লিল গোলু সদস্যরা কাজ করছিলেন।[3]
ইক্কা সিং | |
---|---|
জন্ম নাম | অঙ্কিত সিং পাটিয়াল |
ধরন | পাঞ্জাবি, হিপহপ, বলিউড, র্যাপ সংগীত |
পেশা |
|
কার্যকাল | ২০১০-বর্তমান |
লেবেল | টি সিরিজ |
গানের তালিকা
বছর | ট্র্যাক | শিল্পী | ধরন |
---|---|---|---|
২০১৯ | পরিচয় | ইক্কা, আমিত | গান |
২০১৯ | হামে তুমসে | ইক্কা | গান |
তথ্যসূত্র
- "ইক্কা নাম"।
- Team, DNA Web (২০১৪-০৯-১৮)। "Salman Khan turns DJ at unveiling of song 'In Da Club' from Richa Chadda-Nikhil Dwivedi starrer 'Tamanchay'"। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
- "Tamanchey / Far from soothing!"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৪-১০-১৭। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.