ইউরেনাসের প্রাকৃতিক উপগ্রহ
সৌরজগৎের সপ্তম গ্রহ ইউরেনাসের ২৭টি প্রাকৃতিক উপগ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। এগুলির অধিকাংশেরই নামকরণ করা হয়েছে উইলিয়াম শেকসপিয়র ও আলেকজান্ডার পোপের রচনাকর্মে রূপায়িত অথবা উল্লিখিত চরিত্রদের নামানুসারে।[1] ইউরেনাসের উপগ্রহগুলি তিনটি শ্রেণিতে বিভক্ত: তেরোটি অভ্যন্তরীণ উপগ্রহ, পাঁচটি প্রধান উপগ্রহ এবং নয়টি অনিয়মিত উপগ্রহ। অভ্যন্তরীণ উপগ্রহগুলি হল ক্ষুদ্রাকার অন্ধকারাচ্ছন বস্তু। এগুলির সাধারণ বৈশিষ্ট্যগুলি একই প্রকারের এবং উৎপত্তি ইউরেনাসের বলয়ের সঙ্গেই। পাঁচটি প্রধান উপগ্রহ উপগোলকের আকার বিশিষ্ট। এই আকার ইঙ্গিত করে যে এগুলি অতীতে কোনও এক সময়ে উদ্স্থিতি সাম্যাবস্থায় উপনীত হয়েছিল (এবং হয়তো এখনও সাম্যাবস্থাতেই রয়েছে)। চারটি প্রধান উপগ্রহের পৃষ্ঠভাগে গভীর গিরিখাত গঠন এবং অগ্ন্যুৎপাতের মতো অভ্যন্তর ভাগ হতে পরিচালিত প্রক্রিয়ার চিহ্ন আবিষ্কৃত হয়েছে।[2] পাঁচটির মধ্যে বৃহত্তম উপগ্রহ টাইটানিয়ার ব্যাস ১,৫৭৮ কিলোমিটার। এটি সৌরজগৎের অষ্টম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ এবং এর ভর পৃথিবীর চাঁদের ভরের কুড়ি ভাগের এক ভাগ। নিয়মিত উপগ্রহগুলির কক্ষপথ ইউরেনাসের নিরক্ষরেখার সঙ্গে প্রায় একতলীয়। উল্লেখ্য, ইউরেনাসের কক্ষপথের সঙ্গে গ্রহটির নিরক্ষরেখা ৯৭.৭৭° কোণে অনত। ইউরেনাসের অনিয়মিত উপগ্রহগুলি গ্রহটির থেকে বহু দূরে উপবৃত্তাকার ও অত্যধিক আনত (অধিকাংশ ক্ষেত্রে পশ্চাদমুখী) কক্ষপথ ধরে গ্রহটিকে প্রদক্ষিণ করে চলেছে।[3]
১৭৮৭ সালে উইলিয়াম হার্শেল প্রথম দু’টি উপগ্রহ টাইটানিয়া ও ওবেরন আবিষ্কার করেন। অপর তিনটি উপগোলকাকার উপগ্রহ ১৮৫১ সালে উইলিয়াম লেসেল (এরিয়েল ও আমব্রিয়েল) এবং ১৯৪৮ সালে গেরার্ড কাইপার (মিরান্ডা) আবিষ্কার করেন।[1] এই পাঁচটি উপগ্রহই গ্রহীয় ভর-বিশিষ্ট; তাই সরাসরি সূর্যকে প্রদক্ষিণ করলে এগুলিকে বামন গ্রহ হিসেবে গণ্য করা যেত। অবশিষ্ট উপগ্রহগুলি ১৯৮৫ সালের পরে হয় ভয়েজার ২ ফ্লাইবাই মিশনের সময় অথবা অত্যাধুনিক পৃথিবী-ভিত্তিক দূরবীন যন্ত্রের সাহায্যে আবিষ্কৃত হয়।[2][3]
আবিষ্কার
ইউরেনাসের প্রথম যে দু’টি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কৃত হয় সে দু’টি হল টাইটানিয়া ও ওবেরন। স্যার উইলিয়াম হার্শেল কর্তৃক গ্রহটি আবিষ্কারের ছয় বছর পরে ১৭৮৭ সালের ১১ জানুয়ারি তিনিই এই দু’টি উপগ্রহের স্থাননির্ণয় করেন। পরবর্তীকালে হার্শে ভেবেছিলেন তিনি ছয়টি উপগ্রহ (নিচে দেখুন) ও সম্ভবত একটি বলয়ও আবিষ্কার করেছেন। প্রায় ৫০ বছর হার্শেলের যন্ত্রটিই ছিল একমাত্র যন্ত্র যার দ্বারা উপগ্রহগুলি দৃষ্ট হয়েছিল।[4] ১৮৪০-এর দশকে উন্নততর যন্ত্রপাতির সাহায্যে এবং আকাশে ইউরেনাসের অধিকতর অনুকূল অবস্থানের দৌলতে টাইটানিয়া ও ওবেরনের পাশাপাশি অন্যান্য উপগ্রহের বিক্ষিপ্ত ইঙ্গিত পাওয়া যায়। এরপর ১৮৫১ সালে উইলিয়াম হার্শেল পরবর্তী দু’টি উপগ্রহ এরিয়েল ও আমব্রিয়েল আবিষ্কার করেন।[5] ইউরেনাসের উপগ্রহগুলির রোমান সংখ্যাগত বিন্যাসটি বেশ কিছু সময় ধরে নিরন্তর পরিবর্তনের ধারায় প্রবাহিত হচ্ছিল। প্রকাশনাগুলিও হার্শেল কর্তৃক চিহ্নিতকরণ (যেখানে টাইটানিয়া ও ওবেরন ছিল ইউরেনাস ২ ও ৪) ও উইলিয়াম লেসেল কর্তৃক চিহ্নিতকরণের (যেখানে কখনও কখনও উপগ্রহ দু’টি যথাক্রমে ১ ও ২ সংখ্যা দ্বারা নির্দেশিত হয়েছিল) মধ্যে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছিল।[6] এরিয়েল ও আমব্রিয়েল উপগ্রহ হিসেবে নিশ্চিতকৃত হওয়ার সঙ্গে সঙ্গে লেসেল ইউরেনাস থেকে দূরত্বের ভিত্তিতে উপগ্রহগুলির সংখ্যা ১ থেকে ৪ পর্যন্ত স্থির করেন এবং শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত হয়।[7] ১৮৫২ সালে হার্শেলের পুত্র জন হার্শেল তৎকালে জ্ঞাত চারটি উপগ্রহের নামকরণ করেন।[8]

পরবর্তী প্রায় একশো বছরে ইউরেনাসের আর কোনও উপগ্রহ আবিষ্কৃত হয়নি। ১৯৪৮ সালে ম্যাকডোনাল্ড মানমন্দিরে গেরার্ড কাইপার পাঁচটি বৃহৎ গোলকাকার উপগ্রহের মধ্যে ক্ষুদ্রতম তথা শেষ উপগ্রহ মিরান্ডা আবিষ্কার করেন।[8][9] এর কয়েক দশক পরে ১৯৮৬ সালের জানুয়ারি মাসে ভয়েজার ২ মহাকাশ প্রোবের ফ্লাইবাইয়ের সময় আরও দশটি অভ্যন্তরীণ উপগ্রহ আবিষ্কৃত হয়।[2] ১৯৯৯ সালে ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত পুরনো আলোকচিত্রগুলি বিশ্লেষণ করার পর[10] আরেকটি উপগ্রহ পার্ডিটা আবিষ্কৃত হয়।[11]
মনে করা হত, ইউরেনাসই হল শেষ দানব গ্রহ যেটির কোনও জ্ঞাত অনিয়মিত উপগ্রহ নেই। কিন্তু ১৯৯৭ সাল থেকে পৃথিবী-ভিত্তিক দূরবীন যন্ত্রগুলির সাহায্যে এই গ্রহের নয়টি দূরবর্তী অনিয়মিত উপগ্রহ আবিষ্কৃত হয়েছে।[3] ২০০৩ সালে হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে আরও দু’টি ক্ষুদ্রাকার অভ্যন্তরীণ উপগ্রহ কিউপিড ও ম্যাব আবিষ্কৃত হয়।[12] ২০২০ সালের হিসেব অনুযায়ী, মার্গারেট হল সর্বশেষ আবিষ্কৃত ইউরেনীয় উপগ্রহ। ২০০৩ সালের অক্টোবর মাসেই এটির বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছিল।[13]
ভ্রান্ত উপগ্রহ
১৭৮৭ সালের জানুয়ারি মাসে টাইটানিয়া ও ওবেরন আবিষ্কারের পর হার্শেল ভেবেছিলেন তিনি আরও চারটি উপগ্রহ পর্যবেক্ষণ করেছেন: ১৭৯০ সালের ১৮ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি তারিখে দু’টি এবং ১৭৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ আরও দু’টি। এরপর বহু দশক সকলের ধারণা ছিল ইউরেনাসের ছয়টি উপগ্রহ রয়েছে। যদিও অন্য কোনও জ্যোতির্বিজ্ঞানীই শেষ চারটি উপগ্রহের অস্তিত্বের কথা সমর্থন করেননি। ১৮৫১ সালে লেসেলের পর্যবেক্ষণের ফলে এরিয়েল ও আমব্রিয়েল আবিষ্কৃত হয়। কিন্তু তিনিও হার্শেলের পর্যবেক্ষণগুলিকে সমর্থনে ব্যর্থ হন। হার্শের যদি টাইটানিয়া ও ওবেরন ছাড়া আরও কোনও উপগ্রহ দেখে থাকতেন, তাহলে তিনি নিশ্চয়ই এরিয়েল ও আমব্রিয়েলকে দেখেছিলেন। কিন্তু হার্শেল চারটি অতিরিক্ত উপগ্রহের যে কক্ষীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার সঙ্গে শেষোক্ত উপগ্রহ দু’টির কক্ষীয় বৈশিষ্ট্যের কোনও মিল পাওয়া যায়নি। মনে করা হয়, হার্শেলের চারটি ভ্রান্ত উপগ্রহের নাক্ষত্র পর্যায় ছিল ৫.৮৯ দিন (টাইটানিয়ার অভ্যন্তরভাগ), ১০.৯৬ দিন (টাইটানিয়া ও ওবেরনের মধ্যভাগ), ৩৮.০৮ দিন ও ১০৭.৬৯ দিন (ওবেরনের বহির্ভাগ)।[14] সেই জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে হার্শেলের চারটি উপগ্রহ ভ্রান্ত। সম্ভবত আকাশে ইউরেনাসের অবস্থান যেখানে তার আশেপাশে অস্পষ্ট তারাগুলিকেই তিনি ভুল করে উপগ্রহ বলে চিহ্নিত করেছিলেন। তাই এরিয়েল ও আমব্রিয়েল আবিষ্কারের কৃতিত্ব লেসেলকেই দেওয়া হয়।[15]
পাদটীকা
ইউরেনাস একটা গ্রহ
তথ্যসূত্র
- "প্ল্যানেট অ্যান্ড স্যাটেলাইট নেমস অ্যান্ড ডিসকভারার্স"। গেজেটিয়ার অফ প্ল্যানেটারি নোমেনক্লেচার। ইউএসজিএস অ্যাস্ট্রোজিওলজি। ২১ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-০৬।
- স্মিথ, বি. এ.; সোডারব্লোম, এল. এ.; বিবে, এ.; ব্লিস, ডি.; বয়েস, জে. এম.; ব্রাহিক, এ.; ব্রিগস, জি. এ.; ব্রাউন, আর. এইচ.; কলিনস, এস. এ. (৪ জুলাই ১৯৮৬)। "ভয়েজার ২ ইন দি ইউরেনিয়ান সিস্টেম: ইমেজিং সায়েন্স রেজাল্টস"। সায়েন্স। ২৩৩ (৪৭৫৯): ৪৩–৬৪। ডিওআই:10.1126/science.233.4759.43। পিএমআইডি 17812889। বিবকোড:1986Sci...233...43S।
- শেপার্ড, স্কট এস.; জেউইট, ডি.; ক্লেনা, জে. (২০০৫)। "অ্যান আলট্রাডিপ সার্ভে ফর ইররেগুলার স্যাটেলাইটস অফ ইউরেনাস: লিমিটস টু কমপ্লিটনেস"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ১২৯ (১): ৫১৮–৫২৫। arXiv:astro-ph/0410059
। ডিওআই:10.1086/426329। বিবকোড:2005AJ....129..518S।
- হার্শেল, জন (১৮৩৪)। "অন দ্য স্যাটেলাইটস অফ ইউরেনাস"। মান্থলি নোটিশেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। ৩ (৫): ৩৫–৩৬। ডিওআই:10.1093/mnras/3.5.35
। বিবকোড:1834MNRAS...3...35H।
- লেসেল, ডব্লিউ. (১৮৫১)। "অন দি ইন্টিরিয়র স্যাটেলাইটস অফ নেপচুন"। মান্থলি নোটিশেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। ১২: ১৫–১৭। ডিওআই:10.1093/mnras/12.1.15
। বিবকোড:1851MNRAS..12...15L।
- লেসেল, ডব্লিউ. (১৮৪৮)। "অবজার্ভেশনস অফ স্যাটেলাইটস অফ ইউরেনাস"। মান্থলি নোটিশেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। ৮ (৩): ৪৩–৪৪। ডিওআই:10.1093/mnras/8.3.43
। বিবকোড:1848MNRAS...8...43L।
- লেসেল, উইলিয়াম (ডিসেম্বর ১৮৫১)। "লেটার ফ্রম উইলিয়াম লেসেল, এস্ক., টু দি এডিটর"। অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ২ (৩৩): ৭০। ডিওআই:10.1086/100198। বিবকোড:1851AJ......2...70L।
- কাইপার, জি. পি. (১৯৪৯)। "দ্য ফিফথ স্যাটেলাইট অফ ইউরেনাস"। পাবলিকেশনস অফ দি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ দ্য প্যাসিফিক। ৬১ (৩৬০): ১২৯। ডিওআই:10.1086/126146। বিবকোড:1949PASP...61..129K।
- কেম্পফার্ট, ওয়াল্ডেমার (২৬ ডিসেম্বর ১৯৪৮)। "সায়েন্স ইন রিভিউ: রিসার্চ ওয়ার্ক ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড ক্যান্সার লেড ইয়ার'স লিস্ট অফ সায়েন্টিফিক ডেভেলপমেন্টস"। দ্য নিউ ইয়র্ক টাইমস (লেট সিটি সংস্করণ)। পৃষ্ঠা ৮৭। আইএসএসএন 0362-4331।
- কারকোশকা, এরিক (২০০১)। "ভয়েজার'স ইলেভেন্থ ডিসকভারি অফ আ স্যাটেলাইট অফ ইউরেনাস অ্যান্ড ফোটোমেট্রি অ্যান্ড দ্য ফার্স্ট সাইজ মেজারমেন্টস অফ নাইন স্যাটেলাইটস"। ইকারাস। ১৫১ (১): ৬৯–৭৭। ডিওআই:10.1006/icar.2001.6597। বিবকোড:2001Icar..151...69K।
- কারকোশকা, এরিক (১৮ মে ১৯৯৯)। "এস/১৯৮৬ ইউ ১০"। আইএইউ সার্কুলার। ৭১৭১: ১। আইএসএসএন 0081-0304। বিবকোড:1999IAUC.7171....1K। সংগ্রহের তারিখ ২০১১-১১-০২।
- শোঅল্টার, মার্ক আর.; লিসায়ার, জ্যাক জে. (২০০৬-০২-১৭)। "দ্য সেকেন্ড রিং-মুন সিস্টেম অফ ইউরেনাস: ডিসকভারি অ্যান্ড ডায়নামিকস"। সায়েন্স। ৩১১ (৫৭৬৩): ৯৭৩–৯৭৭। ডিওআই:10.1126/science.1122882। পিএমআইডি 16373533। বিবকোড:2006Sci...311..973S।
- শেপার্ড, স্কট এস.; জেউইট, ডি. সি. (২০০৩-১০-০৯)। "এস/২০০৩ ইউ ৩"। আইএইউ সার্কুলার। ৮২১৭: ১। আইএসএসএন 0081-0304। বিবকোড:2003IAUC.8217....1S। সংগ্রহের তারিখ ২০১১-১১-০২।
- হিউজেস, ডি. ডব্লিউ. (১৯৯৪)। "দ্য হিস্টোরিক্যাল আনর্যাভেলিং অফ দ্য ডায়ামিটার্স অফ দ্য ফার্স্ট ফোর অ্যাস্টারয়েডস"। আর.এ.এস. কোয়ার্টার্লি জার্নাল। ৩৫ (৩): ৩৩৪–৩৪৪। বিবকোড:1994QJRAS..35..331H।
- ডেনিং, ডব্লিউ. এফ. (২২ অক্টোবর ১৮৮১)। "দ্য সেন্টানারি অফ দ্য ডিসকভারি অফ ইউরেনাস"। সায়েন্টিফিক আমেরিকান সাপ্লিমেন্ট (৩০৩)। ১২ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- কারকোশকা, এরিক (২০০১)। "কমপ্রিহেনসিভ ফোটোমেট্রি অফ দ্য রিংস অ্যান্ড ১৬ স্যাটেলাইটস অফ ইউরেনাস উইথ দ্য হাবল স্পেস টেলিস্কোপ"। ইকারাস। ১৫১ (১): ৫১–৬৮। ডিওআই:10.1006/icar.2001.6596। বিবকোড:2001Icar..151...51K।
- জেকবসন, আর. এ.; ক্যাম্পবেল, জে. কে.; টাইলর, এ. এইচ.; সিনট, এস. পি. (জুন ১৯৯২)। "দ্য মাসেস অফ ইউরেনাস অ্যান্ড ইটস মেজর স্যাটেলাইটস ফ্রম ভয়েজার ট্র্যাকিং ডেটা অ্যান্ড আর্থ-বেসড ইউরেনিয়ান স্যাটেলাইট ডেটা"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ১০৩ (৬): ২০৬৮–২০৭৮। ডিওআই:10.1086/116211। বিবকোড:1992AJ....103.2068J।
- হাসম্যান, হক; সোল, ফ্র্যাংক; স্পোন, টিলম্যান (নভেম্বর ২০০৬)। "সাবসারফেস ওশেনস অ্যান্ড ডিপ ইন্টিরিয়রস অফ মিডিয়াম-সাইজড আউটার প্ল্যানেট স্যাটেলাইটস অ্যান্ড লার্জ ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্টস"। ইকারাস। ১৮৫ (১): ২৫৮–২৭৩। ডিওআই:10.1016/j.icarus.2006.06.005। বিবকোড:2006Icar..185..258H।
- ডুমাস, ক্রিস্টোফে; স্মিথ, ব্র্যাডফোর্ড এ.; টেরিল, রিচার্ড জে. (২০০৩)। "হাবল স্পেস টেলিস্কোপ নিকমোস মাল্টিব্যান্ড ফোটোমেট্রি অফ প্রোটিয়াস অ্যান্ড পাক"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ১২৬ (২): ১০৮০–১০৮৫। ডিওআই:10.1086/375909
। বিবকোড:2003AJ....126.1080D।
- এসপোজিটো, এল. ডব্লিউ. (২০০২)। "প্ল্যানেটারি রিংস"। রিপোর্টস অন প্রোগ্রেস ইন ফিজিক্স। ৬৫ (১২): ১৭৪১–১৭৮৩। ডিওআই:10.1088/0034-4885/65/12/201। বিবকোড:2002RPPh...65.1741E।
- উইলিয়ামস, ড. ডেভিড আর. (২০০৭-১১-২৩)। "ইউরেনিয়ান স্যাটেলাইট ফ্যাক্ট শিট"। নাসা (ন্যাশানাল স্পেস সায়েন্স ডেটা সেন্টার)। ২০১০-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২০।
- জেকবসন, আর. এ. (১৯৯৮)। "দি অরবিটস অফ দি ইনার ইউরেনিয়ান স্যাটেলাইটস ফ্রম হাবল স্পেস টেলিস্কোপ অ্যান্ড ভয়েজার ২ অবজারভেশনস"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ১১৫ (৩): ১১৯৫–১১৯৯। ডিওআই:10.1086/300263
। বিবকোড:1998AJ....115.1195J।
- "ন্যাচারাল স্যাটেলাইটস এফিমেরিস সার্ভিস"। আইএইউ: মাইনর প্ল্যানেট সেন্টার। সংগ্রহের তারিখ ২০১১-০১-০৮।
- পাপালার্দো, আর. টি.; রেনল্ডস, এস. জে.; গ্রিলি, আর. (১৯৯৬)। "এক্সটেনশনাল টিল্ট ব্লকস অন মিরান্ডা: এভিডেন্স ফর অ্যান আপওয়েলিং অরিজিন অফ আর্ডেন করোনা"। জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ। ১০২ (ই৬): ১৩,৩৬৯–১৩,৩৮০। ডিওআই:10.1029/97JE00802
। বিবকোড:1997JGR...10213369P। ২৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- টিটেমোর, উইলিয়াম সি.; উইসডম, জ্যাক (জুন ১৯৯০)। "টাইডাল ইভোলিউশন অফ দি ইউরেনিয়ান স্যাটেলাইটস: ৩। ইভোলিউশন থ্রু দ্য মিরান্ডা-আমব্রিয়েল ৩:১, মিরান্ডা-এরিয়েল ৫:৩, অ্যান্ড এরিয়েল-আমব্রিয়াল ২:১ মিন-মোশন কমেনসারেবিলিটিজ"। ইকারাস। ৮৫ (২): ৩৯২–৪৪২। hdl:1721.1/57632
। ডিওআই:10.1016/0019-1035(90)90125-S। বিবকোড:1990Icar...85..394T।
- টিটেমোর, ডব্লিউ. সি. (সেপ্টেম্বর ১৯৯০)। "টাইডাল হিটিং অফ এরিয়েল"। ইকারাস। ৮৭ (১): ১১০–১৩৯। ডিওআই:10.1016/0019-1035(90)90024-4। বিবকোড:1990Icar...87..110T।
- গ্রান্ডি, ডব্লিউ.এম.; স্পেনসার, জে. আর.; জনসন, আর. ই.; ইয়ং, ই. এফ.; বুই, এম. ডব্লিউ. (অক্টোবর ২০০৬)। "ডিস্ট্রিবিউশন অফ এইচ২ও অ্যান্ড সিও২ আইসেস অন এরিয়েল, আমব্রিয়েল, টাইটানিয়া, অ্যান্ড ওবেরন ফ্রম আইআরএফটি/স্পেক্স অবজার্ভেশনস"। ইকারাস। ১৮৪ (২): ৫৪৩–৫৫৫। arXiv:0704.1525
। ডিওআই:10.1016/j.icarus.2006.04.016। বিবকোড:2006Icar..184..543G। অজানা প্যারামিটার
|=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য); Authors list-এ|শেষাংশ2=
অনুপস্থিত (সাহায্য) - ডানকান, মার্টিন জে.; লিসায়ার, জ্যাক জে. (১৯৯৭)। "অরবিটাল স্টেবিলিটি অফ ফি ইউরেনিয়ান স্যাটেলাইট সিস্টেম"। ইকারাস। ১২৫ (১): ১–১২। ডিওআই:10.1006/icar.1996.5568। বিবকোড:1997Icar..125....1D।
- টাইলার, জি. এল.; সুইটনাম, ডি. এল.; ও অন্যান্য (১৯৮৯)। "ভয়েজার রেডিও সায়েন্স অবজার্ভেশনস অফ নেপচুন অ্যান্ড ট্রাইটন"। সায়েন্স। ২৪৬ (৪৯৩৬): ১৪৬৬–৭৩। ডিওআই:10.1126/science.246.4936.1466। পিএমআইডি 17756001। বিবকোড:1989Sci...246.1466T।
- ওয়াইডম্যান, টি.; সিকার্ডি, বি.; ডুসার, আর.; মার্টিনেজ, সি.; বেইস্কার, ডব্লিউ.; ব্রেডনার, ই.; ডানহ্যাম, ডি.; ম্যালে, পি.; লেলক, ই.; আর্লট, জে. -ই.; বার্থিয়ার, জে.; কোলাস, এফ.; হুবার্ড, ডব্লিউ. বি.; হিল, আর.; লেকাকেজ, জে.; লেক্যাম্পিয়ন, জে. -এফ.; প, এস.; র্যাপাপোর্ট, এম.; রকেস, এফ.; থুলোট, ডব্লিউ.; হিলস, সি. আর.; এলিয়ট, এ. জে.; মাইলস, আর.; প্ল্যাট, টি.; ক্রেমাশিনি, সি.; ডুব্রেউলি, পি.; ক্যাভাডোর, সি.; ডিমেউটিস, সি.; হেনরিক, পি.; ও অন্যান্য (ফেব্রুয়ারি ২০০৯)। "টাইটানিয়া'স রেডিয়াস অ্যান্ড অ্যান আপার লিমিট অন ইটস অ্যাটমোস্ফিয়ার ফ্রম দ্য সেপ্টেম্বর ৮, ২০০১ স্টেলার অকাল্টেশন" (পিডিএফ)। ইকারাস। ১৯৯ (২): ৪৫৮–৪৭৬। ডিওআই:10.1016/j.icarus.2008.09.011। বিবকোড:2009Icar..199..458W। ২৫ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫।
- মসিস, ও. (২০০৪)। "মডেলিং দ্য থার্মোডায়নামিক্যাল কন্ডিশনস ইন দি ইউরেনিয়ান সাবনেব্যুলা – ইমপ্লিকেশনস ফর রেগুলার স্যাটেলাইট কম্পোজিশন"। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। ৪১৩: ৩৭৩–৩৮০। ডিওআই:10.1051/0004-6361:20031515
। বিবকোড:2004A&A...413..373M।
- টমাস, পি. সি. (১৯৮৮)। "র্যাডি, শেপস, অ্যান্ড টোপোগ্রাফি অফ দ্য স্যাটেলাইটস অফ ইউরেনাস ফ্রম লিম্ব কোঅর্ডিনেটস"। ইকারাস। ৭৩ (৩): ৪২৭–৪৪১। ডিওআই:10.1016/0019-1035(88)90054-1। বিবকোড:1988Icar...73..427T।
- ফারকাস-টাকাকস, এ.; কিস, সিএস.; প্যাল, এ.; মোলনার, এল.; জেবো, জিওয়াই. এম.; হ্যানেকজ, ও. (সেপ্টেম্বর ২০১৭)। "প্রপার্টিজ অফ দি ইরেগুলার স্যাটেলাইট সিস্টেম অ্যারাউন্ড ইউরেনাস ইনফার্ড ফ্রম কে২, হার্শেল, অ্যান্ড স্পিৎজার অবজার্ভেশনস"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ১৫৪ (৩): ১৩। arXiv:1706.06837
। ডিওআই:10.3847/1538-3881/aa8365। বিবকোড:2017AJ....154..119F। ১১৯।
|display-authors=ও অন্যান্য
অবৈধ (সাহায্য)
বহিঃসংযোগ

- সিম্যুলেশন শোয়িং দ্য লোকেশন অফ ইউরেনাসে’স মুনস
- "ইউরেনাস: মুনস"। নাসা’জ সোলার সিস্টেম এক্সপ্লোরেশন। ২১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৮।
- "নাসা'জ হাবল ডিসকভারস নিউ রিংস অ্যান্ড মুনস অ্যারাউন্ড ইউরেনাস"। স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট। ২২ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৮।
- শেপার্ড, স্কট। "ইউরেনাসে'স নোন স্যাটেলাইটস"। ৭ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৮।
- গেজেটিয়ার অফ প্ল্যানেটারি নোমেনক্লেচার—ইউরেনাস (ইউএসজিএস)
টেমপ্লেট:সৌরজগৎের প্রাকৃতিক উপগ্রহসমূহ (সুসংবদ্ধ)