ইউরেথ্রাল স্পঞ্জ

ইউরেথ্রাল স্পঞ্জ (ইংরেজি: Urethral sponge) হচ্ছে স্পঞ্জের মতো নরম একপ্রকার কলা। এটি স্ত্রীদেহের নিম্ন যৌনাঙ্গে অবস্থিত। এটি মূত্রনালিকে ঘিরে, পিউবিক অস্থিযোনি দেওয়ালের বিপরীতে অবস্থিত।

১৪. ইউরেথ্রাল স্পঞ্জ

কাজ

উত্তেজক কলা একত্রিত হয়ে ইউরেথ্রাল স্পঞ্জ গঠিত। যৌন উত্তেজনার সময় এটি রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে ফুলে ওঠে, ফলে মূত্রনালি সঙ্কুচিত হয়। আর এটি-ই পিউবোকোকসাইজেয়াস পেশির সহায়তায় যৌন সঙ্গমের সময় মূত্রত্যাগ হতে বিরত রাখে।[1]

স্ত্রী বীর্যপাত

এছাড়াও ইউরেথ্রাল স্পঞ্জে স্কিনির গ্রন্থি অবস্থিত, যা সম্ভবত স্ত্রী বীর্যপাতের সাথে সম্পর্কযুক্ত। যদিও, স্ত্রী বীর্যপাতের উপস্থিতি নিয়ে চিকিৎসীয় বিতর্ক রয়েছে।[2]

তথ্যসূত্র

  1. "G-spot 'doesn't appear to exist'"BBC News। ৪ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৭
  2. "The Journal of Sexual Medicine - Wiley Online Library"। Wiley.com। ২০০৯-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৭


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.