ইউনিভার্সাল পিকচার্স
ইউনিভার্সাল স্টুডিওস' (কখনও কখনও ইউনিভার্সাল পিকচার্স বা ইউনিভার্সাল সিটি স্টুডিওস নামেও ডাকা হয়) মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান চলচ্চিত্র স্টুডিও। এটি এনবিসি ইউনিভার্সাল-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এর নির্মাণ স্টুডিও অবস্থিত ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির ১০০ ইউনিভার্সাল সিটি প্লাজা ড্রাইভে। এই এলাকাটি লস অ্যাঞ্জেল্স কাউন্টির করপোরেটবিহীন অঞ্চলগুলোর একটি যা লস অ্যাঞ্জেল্স এবং বারব্যাংকের মাঝখানে অবস্থিত। এর বণ্টন এবং অন্যান্য করপোরেট দপ্তর নিউ ইয়র্ক সিটি-তে অবস্থিত। এটি হলিউডের দ্বিতীয় দীর্ঘজীবী স্টুডিও। সবচেয়ে বেশি সময় ধরে কার্যকর আছে ভায়াকম-এর প্যারামাউন্ট পিকচার্স। প্যারামাউন্ট মাত্র কয়েক মাসের ব্যবধানে ইউনিভার্সালের চেয়ে বয়স্ক হয়ে গেছে।
শিল্প | চলচ্চিত্র |
---|---|
প্রতিষ্ঠাকাল | জুন ৮, ১৯১২ |
প্রতিষ্ঠাতা | Carl Laemmle Jules Brulatour Pat Powers |
সদরদপ্তর | ইউনিভার্সাল সিটি, ক্যালিফোর্নিয়া , মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রধান ব্যক্তি | কার্ল লেমলে, প্রতিষ্ঠাতা রন মেয়ার, প্রেসিডেন্ট/সিওও |
মালিক | জেনারেল ইলেকট্রিক ভিভেন্ডি |
মাতৃ-প্রতিষ্ঠান | এনবিসি ইউনিভার্সাল |
ওয়েবসাইট | www.universalstudios.com |
ইতিহাস
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.