ইউটিসি+০৮:৪৫
ইউটিসি+০৮:৪৫ হল একটি সময় অঞ্চল, যা ইউটিসি থেকে ৮ ঘণ্টা ৮৫ মিনিট এগিয়ে।
ইউটিসি+০৮:৪৫ | |
---|---|
ইউটিসি অফসেট | |
ইএসটি | ইউটিসি−১১:০০ |
ইডিটি | ইউটিসি−১০:০০ |
ডিএসটি পালন | |
ডিএসটি মার্চ মাসের দ্বিতীয় রবিবার থেকে নভেম্বরে প্রথম রবিবারের মধ্যে এই সময় অঞ্চলের সর্বত্র পালন করা হয়। | |
ডিএসটি শেষ | ৬ নভেম্বর ২০২২ |
ডিএসটি শুরু হবে | ১২ মার্চ ২০২৩ |
ইউটিসি+০৮:৪৫ অস্ট্রেলিয়া মান সময় অনুসারে মধ্য অস্ট্রেলিয়ায় ব্যবহৃত সময় অঞ্চল।[1] যদিও এটি কোন অফিসিয়াল সময় অঞ্চল নয়, তবে এটি যেখানে শুরু হয় এবং যেখানে শেষ হয় তার সীমানা সুস্পষ্ট ভাবে নির্ধারিত করা আছে।[2] এবং এটি সাধারণত সড়কের মানচিত্রে ব্যবহৃত হয়।
আরও দেখুন
- ইউটিসি+০৯:৪৫
তথ্যসূত্র
- "Time"। Australian Government Website। Government of Australia। ১২ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫।
- "Annual Report 2012-2013" (পিডিএফ)। Shire of Dundas। Shire of Dundas (WA)। পৃষ্ঠা 7। ৪ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.