ইউটিসি+০৪:০০
ইউটিসি+০৪:০০ হল একটি সময় অঞ্চল, যা ইউটিসি থেকে ৪ ঘণ্টা এগিয়ে। আইএসও ৮৬০১ এই সময়কে লিখা হয় এভাবে - ২০২৩-০১-২২UTC০২:২২:৫৭+০৪:০০। এই সময় ব্যবহার হয়ঃ
মধ্যরেখা | |
---|---|
কেন্দ্রীয় | ৬০ ডিগ্রি পূর্ব |
পশ্চিমা সীমান্ত (নটিক্যাল) | ৫২.৫ ডিগ্রি পূ |
পূর্বাঞ্চলীয় সীমান্ত (নটিক্যাল) | ৬৭.৫ ডিগ্রি পূ |
অন্যান্য | |
তারিখ-সময় গ্রুপ (ডিটিজি) | D |
বহিঃসংযোগ |
পারস্য উপসাগর মান সময় ইউটিসি+০৪:০০ ব্যবহার করে।
মান সময় হিসেবে (সারাবছর)
পূর্ব ইউরোপ
- রাশিয়া – সামারা সময়
- আজারবাইজান – আজারবাইজান সময়
- আর্মেনিয়া – আর্মেনিয়া সময়[1]
- জর্জিয়া – জর্জিয়া মান সময়
- জর্জিয়া ইউটিসি+০৪:০০ থেকে ইউটিসি+০৩:০০ এ পরিবর্তন করেছে ২৭ জুন, ২০০৪ সালে ,[2] তারপর ইউটিসি+০৪:০০ -এ ফিরে এসেছে ২৭ মার্চ, ২০০৫ সালে।
মধ্যপ্রাচ্য
- ওমান – ওমান সময়
- সংযুক্ত আরব আমিরাত – সংযুক্ত আরব আমিরাত মান সময়
তথ্যসূত্র
- Armenia scraps daylight saving time for good
- "Times are a' changing in Georgia"। The BBC। ২০০৪-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১১।
- "Seychelles Time Zone - Seychelles Current Time - Daylight Saving Time"। TimeTemperature.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.