ইউজিন চ্যাপলিন

ইউজিন অ্যান্থনি চ্যাপলিন (ইংরেজি: Eugene Anthony Chaplin; জন্ম: ২৩ আগস্ট, ১৯৫৩) হলেন একজন রেকর্ডিং প্রকৌশলী এবং প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা চার্লি চ্যাপলিন ও তার চতুর্থ স্ত্রী উনা ওনিলের পুত্র। তার নাম রাখা হয় তার মাতামহ নোবেলপুলিৎজার পুরস্কার বিজয়ী ইউজিন ওনিলের নামানুসারে।[1]

ইউজিন চ্যাপলিন
Eugene Chaplin
জন্ম
ইউজিন অ্যান্থনি চ্যাপলিন

(1953-08-23) ২৩ আগস্ট ১৯৫৩
সুইজারল্যান্ড
পেশারেকর্ডিং প্রকৌশলী, চলচ্চিত্র নির্মাতা
উল্লেখযোগ্য কর্ম
চার্লি চ্যাপলিন: আ ফ্যামিলি ট্রিবিউট
সন্তানকিয়েরা চ্যাপলিন
পিতা-মাতা
আত্মীয়দেখুন চ্যাপলিন পরিবার

প্রারম্ভিক জীবন

ইউজিনের পিতা চার্লি চ্যাপলিন ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা। তার মাতা উনা ওনিল ছিলেন চার্লির চতুর্থ স্ত্রী। চার্লির বিরুদ্ধে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্তরার অভিযোগ ওঠলে তার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ হয় এবং তিনি সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন। সেখানেই ইউজিনের জন্ম হয়।[2]

কর্মজীবন

ইউজিন সুইজারল্যান্ডের ভেভেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কমেডি চলচ্চিত্র উৎসবের সভাপতি এবং ২০১২ সালে তিনি ভদ্রেউইল ডরিয়ন সার্কাসের জুরি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।[3] তিনি তার পিতা চার্লি চ্যাপলিনকে নিয়ে প্রামাণ্যচিত্র চার্লি চ্যাপলিন: আ ফ্যামিলি ট্রিবিউট নির্মাণ করেন। এই প্রামাণ্যচিত্র চার্লির সুইজারল্যান্ডের কর্সিয়ের সুর ভেভের বাড়ির কিছু পূর্বে অদেখা চিত্র দেখা যায়।[4] এছাড়া তিনি চ্যাপলিনের সঙ্গীত জীবন নিয়ে বর্ণনামূলক সঙ্গীতধর্মী স্মাইল নির্মাণ করেন।

রেকর্ডিং প্রকৌশলী হিসেবে তিনি দ্য রোলিং স্টোন্‌স, ডেভিড বোই, ও কুইন সঙ্গীতদলের সাথে কাজ করেছেন।[5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Chaplin in the Sound Era: An Analysis of the Seven Talkies - Page 230 Eric L. Flom - 1997
  2. "My dad, Charlie Chaplin"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭
  3. "Eugene Chaplin - son of legendary Charlie Chaplin - in Vaudreuil-Dorion this summer for international circus competition"মন্ট্রিয়ল গেজেট (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭
  4. Thomas, David (২৬ ডিসেম্বর ২০০২)। "When Chaplin played father"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭
  5. Petruska, Igor (অক্টোবর ১১, ২০০২)। "Interview with Eugene Chaplin - famous son of the famous father"mp3.box.sk (ইংরেজি ভাষায়)। সেপ্টেম্বর ২৪, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.