আ স্টার ইজ বর্ন (১৯৩৭-এর চলচ্চিত্র)

আ স্টার ইজ বর্ন (ইংরেজি: A Star Is Born) হল ১৯৩৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন টেকনিকালার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছেন ডেভিড ও. সেলৎসনিক এবং পরিচালনা করেছেন উইলিয়াম এ. ওয়েলম্যান। এটি রচনা করেছেন ওয়েলম্যান, রবার্ট কারসন, ডরোথি পার্কার ও অ্যালান ক্যামবেল এবং এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জ্যানেট গেনরফ্রেড্রিক মার্চ। অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আদল্ফ মেঞ্জু, মে রবসন, অ্যান্ডি ডেভিন, লিওনেল স্ট্যান্ডার ও ওয়েন মুর।

আ স্টার ইজ বর্ন
প্রেক্ষাগৃহে ব্যবহৃত মূল পোস্টার
A Star Is Born
পরিচালকউইলিয়াম এ. ওয়েলম্যান
প্রযোজকডেভিড ও. সেলৎসনিক
রচয়িতা
  • উইলিয়াম এ. ওয়েলম্যান
  • রবার্ট কারসন
  • ডরোথি পার্কার
  • অ্যালান ক্যামবেল
শ্রেষ্ঠাংশে
সুরকারমাক্স স্টাইনার
চিত্রগ্রাহকডব্লিউ. হাওয়ার্ড গ্রিন
সম্পাদক
  • জেমস ই. নিউকম
  • আনসন স্টিভেনসন
প্রযোজনা
কোম্পানি
সেলৎসনিক ইন্টারন্যাশনাল পিকচার্স
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি
  • ২০ এপ্রিল ১৯৩৭ (1937-04-20)
দৈর্ঘ্য১১১ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১.২ মিলিয়ন[1]
আয়$২ মিলিয়ন[1]

চলচ্চিত্রটি ১০ম একাডেমি পুরস্কারে সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ কাহিনী বিভাগে একটি পুরস্কার লাভ করে এবং একটি বিশেষ পুরস্কার লাভ করে। এটি চারবার পুনর্নির্মিত হয়েছে, প্রথমবার ১৯৫৪ সালে, দ্বিতীয়বার ১৯৭৬ সালে, তৃতীয়বার ২০১৩ সালে আশিকি টু নামে এবং চতুর্থবার ২০১৮ সালে

কুশীলব

চলচ্চিত্রের একটি দৃশ্যে গেনর ও মার্চ।
  • জ্যানেট গেনর – এস্থার ব্লজেট / ভিকি লেস্টার
  • ফ্রেড্রিক মার্চ – নরমান মাইন
  • আদল্ফ মেঞ্জু – অলিভার নাইলস
  • মে রবসন – দাদীমা লিবি
  • অ্যান্ডি ডেভিন – ড্যানিয়েল ‘ড্যানি’ ম্যাকগুইয়ার
  • লিওনেল স্ট্যান্ডার – ম্যাট লিবি
  • ওয়েন মুর – কেসি বার্ক
  • পেগি উড – মিস ফিলিপস
  • এলিজাবেথ জেন্স – আনিতা রেগিস
  • এডগার কেনেডি – পপ র্যা ন্ডাল
  • জে. সি. নাজেন্ট – জনাব ব্লজেট
  • গুইন উইলিয়ামস – পোস্টার কোচ
  • ক্লারা ব্ল্যান্ডিক – চাচী ম্যাটি
  • জোনাথন হেল – জজ
  • জর্জ চ্যান্ডলার – ডেলিভারি ম্যান

পুরস্কার

১০ম একাডেমি পুরস্কার আয়োজনে আ স্টার ইজ বর্ন সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং একটি পুরস্কার অর্জন করে।[2] উইলিয়াম ওয়েলম্যান শ্রেষ্ঠ মৌলিক কাহিনি বিভাগে পুরস্কার লাভ করেন, যা তার কর্মজীবনের একমাত্র অস্কার অর্জন।[3] ডব্লিউ. হাওয়ার্ড গ্রিন চলচ্চিত্রটির রঙিন চিত্রধারণের জন্য সম্মানসূচক একাডেমি পুরস্কার অর্জন করেন।

বিজয়
  • শ্রেষ্ঠ লেখনী, মৌলিক কাহিনি - উইলিয়াম ওয়েলম্যান, রবার্ট কারসন
বিশেষ পুরস্কার - হাওয়ার্ড গ্রিন
মনোনীত

তথ্যসূত্র

  1. টমসন, ডেভিড (১৯৯৩)। Showman: The Life of David O. Selznick। অ্যাবাকাস। পৃষ্ঠা ২৪৫। আইএসবিএন 978-0-349-10523-9।
  2. "The 10th Academy Awards | 1938"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯
  3. বুকার, কিথ এম. (২০১১)। Historical Dictionary of American Cinema (ইংরেজি ভাষায়)। স্কেয়ারক্রো প্রেস। পৃষ্ঠা ৪১০। আইএসবিএন 9780810874596। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:উইলিয়াম এ. ওয়েলম্যান

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.