আহমেদ হাসান
আহমেদ হাসান একজন মিশরীয়-মার্কিন বিজ্ঞানী। তিনি ১৯৯৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
আহমেদ হাসান | |
---|---|
![]() ২০০৯ সালে ওথমার স্বর্ণপদক গ্রহণকালে আহমেদ হাসান | |
জন্ম | আহমেদ হাসান জিওয়াইল ২৬ ফেব্রুয়ারি ১৯৪৬ দামানহুর, মিশর |
মৃত্যু | আগস্ট ২, ২০১৬ ৭০) প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | মিশরীয়, মার্কিন |
মাতৃশিক্ষায়তন | আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়, পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ফেমটো পদার্থবিদ্যা |
পুরস্কার | বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (১৯৮৯) পিটার ডিবাই অ্যাওয়ার্ড (১৯৯৬) ই. ব্রাইট উইলসন পুরস্কার (১৯৯৭) রসায়নে নোবেল পুরস্কার (১৯৯৯) নীল পদক (মিশর) (১৯৯৯) ই. ও. লরেন্স পুরস্কার (১৯৯৮) দ্য ফ্র্যাংকলিন পদক (আমেরিকা) (১৯৯৮) টলম্যান অ্যাওয়ার্ড (১৯৯৭) রসায়নে ওল্ফ পুরস্কার (১৯৯৩) আলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অফ সায়েন্স (২০০৬) ওথমার স্বর্ণপদক (২০০৯) প্রিস্টলি মেডেল (আমেরিকা) (২০১১) ডেভি পদক (২০১১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন, পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি |
ওয়েবসাইট | http://www.zewail.caltech.edu/ |
ব্যক্তিগত জীবন
হাসান ১৯৪৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১৯৬৭ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৬৯ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষক হিসেবে যোগদান করেন।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.