আহমেদ ইকবাল হায়দার
আহমেদ ইকবাল হায়দার একজন বাংলাদেশী নাট্য নির্দেশক। ২০১২ সাল পর্যন্ত তিনি মোট ৫৬টি নাটক পরিচালনা করেছেন।[1] বর্তমানে তিনি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের আর্টিস্টিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাট্যজগতে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে তিনি শিল্পকলায় (নাটক) একুশে পদক লাভ করেন।[2][3]
আহমেদ ইকবাল হায়দার | |
---|---|
জন্ম | পটিয়া উপজেলা, চট্টগ্রাম |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নাট্য নির্দেশক |
পিতা-মাতা | কায়কোবাদ আহমেদ (বাবা) জেবুন্নেছা বেগম (মা) |
পুরস্কার | একুশে পদক (২০২১) |
জীবনী
আহমেদ ইকবাল হায়দারের জন্ম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে। তার বাবা কায়কোবাদ আহমেদ ও মা জেবুন্নেছা বেগম। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ।[4] আবদুল করিম সাহিত্যবিশারদ ও ড. আহমদ শরীফ আহমেদ ইকবাল হায়দারের নিকটাত্মীয়। ১৯৭৫ সালে তার নাট্য জীবনে আত্মপ্রকাশ ঘটে।[5] চট্টগ্রামের ‘তির্যক’ নাট্যদলের দলপ্রধান তিনি।[1] হায়দার আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং তিনি ৩১, ৩২ ও ৩৩তম আইটিআই ওয়ার্ল্ড কনগ্রেসে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।[1]
কর্ম
তার পরিচালিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে:
- বিসর্জন (রবীন্দ্রনাথ ঠাকুর)
- রথযাত্রা (রবীন্দ্রনাথ ঠাকুর)
- রক্তকরবী (রবীন্দ্রনাথ ঠাকুর)[6][7]
- রাজা (রবীন্দ্রনাথ ঠাকুর)
- ডাকঘর (রবীন্দ্রনাথ ঠাকুর)[8]
- মার্চেন্ট অব ভেনিস (উইলিয়াম শেক্সপিয়ার)
- ওয়েডিপাস (সফোক্লেস)[9]
- মধুমালা (কাজী নজরুল ইসলাম)[10]
- বুড়ো শালিকের ঘাড়ে রো (মাইকেল মধুসূদন দত্ত)
- দ্বার রুদ্ধ - জঁ-পল সার্ত্র
- আততায়ী (সেলিম আল দীন)
- স্মৃতি: ৭১ (জিয়া হায়দার)[1]
- তরঙ্গভঙ্গ (সৈয়দ ওয়ালীউল্লাহ)[9]
- সোয়াত (মামুনুর রশীদ)[11]
তথ্যসূত্র
- "Reflection of life in theatre"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "21 eminent personalities named for Ekushey Padak"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"। বিডি নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- "একুশে পদক আমার রাষ্ট্রীয় স্বীকৃতি: আহমেদ ইকবাল হায়দার"। banglanews24। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১।
- "'We will arrange another festival in December'-- Haider"। The Daily Star। ২০০৪-১০-১১। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "Poor Presentation of Tagore's Classics"। The Daily Star। ২০০৯-০২-০১। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "100th show of Tirjak's Rakto Karobi"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "Tirjak Natyadal produces Tagore's Raja"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "Tirjak Natyamela 2019 concludes"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-০২। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- "Theatre Festival"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- ""Swat" draws full house in Chittagong"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৩-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।