আহমদ হাসান আমরুহী

আহমদ হাসান আমরুহী (মুহাদ্দিস আমরুহী নামেও পরিচিত; জন্ম ১৮৫০ - ১৮ মার্চ ১৯১২) ছিলেন একজন ভারতীয় মুসলিম আলেম এবং স্বাধীনতা সংগ্রামের কর্মী যিনি মোরাদাবাদের মাদ্রাসা শাহীর প্রথম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র এবং মাহমুদ হাসান দেওবন্দির থামরাতুত-তারবিয়াতের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন। তিনি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির একজন অনুমোদিত শিষ্য ছিলেন।[2]

মাওলানা

আহমদ হাসান আমরুহী
মুহাদ্দিস আমরুহী
মাদ্রাসা শাহীর প্রথম অধ্যক্ষ
কাজের মেয়াদ
১৮৭৯  ১৮৮৫
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
উত্তরসূরীঅজানা
জামিয়া ইসলামিয়া আরব আমরোহার প্রথম অধ্যক্ষ
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
উত্তরসূরীআবদুর রহমান সিদ্দিকী সানদেলভী[1]
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৫০
মৃত্যু১৮ মার্চ ১৯১২(1912-03-18) (বয়স ৬১–৬২)
আমরোহা, মোরাদাবাদ, ব্রিটিশ ভারত
ধর্মইসলাম
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দ
ঊর্ধ্বতন পদ
এর শিষ্যইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি

জীবনী

১৮৫০ সালে আহমদ হাসান তত্বকালীন মোরাদাবাদের আমরোহায় জন্মগ্রহণ করেন।[3] তিনি সৈয়দ রাফাত আলী, করিম বখশ বখশী, মুহাম্মদ হুসেন জাফরির কাছ থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন এবং পরে আমজাদ আলী খানের কাছে চিকিৎসা বিষয় নিয়ে পড়াশোনা করেন। তিনি উচ্চশিক্ষার জন্য মিরাটে যান, সেখানে তিনি মুহাম্মদ কাসেম নানুতুবির কাছে পড়াশোনা করেছিলেন। নানুতুবি তাকে সমস্ত একাডেমিক বিজ্ঞান পড়িয়েছিলেন এবং তারপরে তাকে দারুল উলুম দেওবন্দে প্রেরণ করেন, সেখান থেকে তিনি মাহমুদ হাসান দেওবন্দি এবং ফখরুল হাসান গঙ্গোহিসহ ১২৯০ হিজরিতে স্নাতক লাভ করেন।[3][4] আহমদ সুফিবাদে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির একজন অনুমোদিত শিষ্য ছিলেন এবং আহমদ আলী সাহারানপুরি এবং শাহ আবদুল গনি কর্তৃক হাদিস সংবহন করার অনুমতি পেয়েছিলেন।[5]

পড়াশোনা শেষ করার পর, হাসান খুর্জায় তার শিক্ষক নানুতুবির প্রতিষ্ঠিত মাদ্রাসা কাসেমিয়ার অধ্যক্ষ হন। এরপরে তিনি দিল্লির সাম্ভাল ইসলামিক ইন্সিটিউশনে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন, যে প্রতিষ্ঠানগুলি মাদ্রাসা আবদুর-রব, দিল্লি; এবং মাদ্রাসা জামে মসজিদ, সাম্ভাল এর মতো। ১৮৭৯ সালে (১২৯৬ হিজরিতে) তিনি মোরাদাবাদের মাদ্রাসা শাহীর প্রিন্সিপাল হন, এই পদে তিনি ১৮৮৫ (জ্বিলকদ ১৩০৩ হিজরি) পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি আমরোহায় চলে যান, সেখানে তিনি জামে মসজিদে একটি পুরাতন মাদ্রাসা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং শিক্ষকতার দায়িত্ব নিয়ে নিজেকে অধিষ্ঠিত করেন এবং প্রথম প্রধান অধ্যক্ষ ও সিনিয়র হাদিস অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। কয়েক বছর পরে, দারুল উলূম দেওবন্দের নির্বাহী পরিষদ তাকে সেমিনারিতে শিক্ষকতা করার জন্য ডেকেছিল।[6] তিনি সেখানে মাত্র দুই মাস অধ্যাপনা করেছিলেন এবং তারপরে আবার আমরোহায় চলে আসেন। তার ছাত্রদের মধ্যে ইসমাইল সামভালি রয়েছে।[7]

হাসান ১৮৯৫ থেকে ১৯১২ সাল পর্যন্ত দারুল উলূম দেওবন্দের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তিনি মাহমুদ হাসান দেওবন্দির থামরাতুত-তারবিয়াতের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি আর্য সমাজের লোকদের সাথে বিতর্ক করেছিলেন এবং আহ্‌মদীয়াদের সাথে বিতর্ককারী বিশিষ্ট মুসলিম আলেমদের একজন ছিলেন। ১৯০৯ সালের ১৫ই জুন, তিনি সানাউল্লাহ অমৃতসরীর পাশাপাশি রামপুরে আহ্‌মদীদের সাথে বিতর্ক করেছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন। তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ইফাদাত-ই-আহ্‌মদীয়া, ইজালাতুল ওয়াসওয়াস এবং আল-মা’লুমাত আল-ইলাহিয়া। তিনি একজন আলেম ছিলেন এবং তার ধর্মীয় নির্দেশাবলী ফালাউদা রামপুরের গ্রন্থাগারে পাওয়া যায়।

মৃত্যু

হাসান ১৯১২ সালের ১৮ মার্চ মোরাদাবাদের আমরোহায় প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। হাফেজ মুহাম্মদ আহমদ তার জানাজার নামাজ পড়ান।[8] কেফায়াতুল্লাহ দেহলভি, হাবিবুর রহমান উসমানী ও মাহমুদ হাসান দেওবন্দি তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।[9]

আরও দেখুন

তথ্যসূত্র

উৎস

  1. ফরিদী ২০০৯, পৃ. ১৭৫।
  2. রিজভী, সৈয়দ মেহবুব (১৯৮১)। History of Darul Uloom Deoband [দারুল উলুম দেওবন্দের ইতিহাস]। এফ. কুরাইশি, মুরতাজ হুসাইন কর্তৃক অনূদিত। দেওবন্দ: ইদারায়ে এহতেমাম। পৃষ্ঠা ২৩–২৬। ওসিএলসি 20222197
  3. আসির আদ্রাভি (২ এপ্রিল ২০১৬)। তাজকিরাহ মাশাহির-ই-হিন্দ: কারওয়ান-ই-রাফতা (উর্দু ভাষায়)। দেওবন্দ: দারুল মুয়াল্লিফীন। পৃষ্ঠা ১৯।
  4. মনসুরপুরী ২০১৪, পৃ. ১৫৬।
  5. ফরিদী ২০০০, পৃ. ৩৬৯-৩৭০।
  6. ফরিদী ২০০০, পৃ. ৩৭৯-৩৮০।
  7. ফরিদী ২০০০, পৃ. ৩৮৫।
  8. কাসেমি ১৯৯৯, পৃ. ১৬।
  9. ফরিদী ২০০০, পৃ. ৪১৬-৪২২।

গ্রন্থপঞ্জি

  • খালিদ হোসেন, আফম (২০০৫)। আহমাদ হাসান আমরুহীইসলামী বিশ্বকোষ। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৫৯০–৫৯১। আইএসবিএন 984-06-0955-6।
  • খালিদ হোসেন, আ ফ ম (২০২২)। নিভে যাওয়া দীপশিখা ১। বাংলাদেশ: আকাবিব স্টাডিজ অ্যান্ড পাবলিশিং হাউস। পৃষ্ঠা ৭৬–৭৯। আইএসবিএন 9789849591405।
  • ফরিদী, নাসিম আহমদ (জানুয়ারি ২০০০)। "হযরত মাওলানা সাইয়্যেদ আহমদ হাসান মুহাদ্দিস আমরোহি"। দেওবন্দী, নাওয়াজসাওনেহ উলামা-ই-দেওবন্দ (উর্দু ভাষায়)। দেওবন্দ: নাওয়াজ প্রকাশনা। পৃষ্ঠা ৩৬৬-৪৩০।
  • মনসুরপুরী, সালমান (২০১৪)। তেহরিক আজাদি-ই-হিন্দ মাই মুসলিম উলামা অউর আওয়াম কা কিরদার (উর্দু ভাষায়)। দেওবন্দ: দীনি কিতাব ঘর। পৃষ্ঠা ১৫৬-১৫৭।
  • কাসেমি, মুহাম্মদ তৈয়ব (জুলাই ১৯৯৯)। বুখারি, আকবর শাহ, সম্পাদক। ৫০ মিসালে শাকসিয়াত [৫০ দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব] (উর্দু ভাষায়)। দেওবন্দ: মাকতাবা ফয়েজ-উল-কুরআন। পৃষ্ঠা ৫০-৬৩৩।
  • রিজভি, সৈয়দ মেহবুব (১৯৮১)। দার আল-উলুম দেওবন্দের ইতিহাস। মুর্তাজ হুসাইন এফ কুরাইশি কর্তৃক অনূদিত। দেওবন্দ: দারুল উলুম দেওবন্দ। পৃষ্ঠা ২৩–২৬।
  • কাসেমি, মুহাম্মদুল্লাহ (অক্টোবর ২০২০)। দারুল উলুম দেওবন্দ কি জামি' ওয়া মুখতাসার তারিখ (উর্দু ভাষায়) (২ সংস্করণ)। দেওবন্দ: শাইখুল হিন্দ একাডেমি। পৃষ্ঠা ৫৬৪–৫৬৫।
  • ফরিদী, নাসিম আহমদ (২০০৯)। আল-হক, মুহিব, সম্পাদক। সাইয়্যেদ আল-উলামা [আলেমদের নেতা] (উর্দু ভাষায়)। আমরোহা: জামিয়া ইসলামিয়া আরব।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.