আহমদ রফিক

আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর, ১৯২৯) বাংলাদেশের একজন মুক্তমনা সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। কবি রবীন্ত্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণা তার বিশেষ কৃতিত্ব। টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। ব্যক্তি জীবনে তিনি এজকন চিকিৎসক।

সাহিত্যিক আহমদ রফিক, ঢাকা, ২০০৯

জীবন বৃত্তান্ত

তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ১২ই সেপ্টেম্বর ১৯২৯ জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হামিদ এবং মাতা রহিমা খাতুন। তার স্ত্রী ডা. এস. কে রুহুল হাসিন।

শিক্ষা

তিনি ১৯৪৭ সালে নড়াইল মহকুমা হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। পরে তিনি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ থেকে ১৯৪৯ পাশ করেন।তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫৮ সালে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি সাহিত্যকর্মে মনোযোগ দেন।[1] [2]

প্রকাশিত গ্রন্থ

কবিতা

  • নির্বাসিত নায়ক (১৯৬৬);
  • বাউল মাটিতে মন (১৯৭০);
  • রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯);
  • বিপ্লব ফেরারী, তবু (১৯৮৯);
  • পড়ন্ত রোদ্দুরে (১৯৯৪);
  • ঝবষবপঃবফ চড়বসং (১৯৯৪);
  • শ্রেষ্ঠ কবিতা (১৯৯৮);
  • ভালোবাসা ভালো নেই (১৯৯৯);
  • নির্বাচিত কবিতা (২০০১)
  • মিশ্র অনুভূতির কবিতা (২০১৯)
  • একগুচ্ছ রাজনৈতিক কবিতা (২০১৯)।[1]

ছোটগল্প

  • অনেক রঙের আকাশ (১৯৬৬)।[1]

প্রবন্ধ-গবেষণা

  • শিল্প সংস্কৃতি জীবন (১৯৫৮);
  • নজরুল কাব্যে জীবনসাধনা (১৯৫৮);
  • আরেক কালান্তর (১৯৭৭);
  • বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬);
  • রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ (১৯৮৭);
  • ছোটগল্প : পদ্মাপর্বের রবীন্দ্রগল্প (১৯৮৭);
  • একুশের ইতিহাস আমাদের ইতিহাস (১৯৮৮);
  • ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য (১৯৯১);
  • ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা (১৯৯৩); এ
  • এই অস্থির সময় (১৯৯৬);
  • জাতিসত্তার আত্মঅন্বেষা :
  • বাঙালি বাংলাদেশ (১৯৯৭);
  • রবীন্দ্রভুবনে পতিসর (১৯৯৮);
  • বাঙলা বাঙালি আধুনিকতা ও নজরুল (১৯৯৯);
  • বাংলাদেশ জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০);
  • নির্বাচিত কলাম (২০০০);
  • একাত্তরে পাকবর্বরতার সংবাদভাষা (২০০১);
  • কবিতা, আধুনিকতা ও বাঙলাদেশের কবিতা (২০০১);
  • প্রসঙ্গ : রহুমাত্রিক রবীন্দ্রনাথ (২০০২);
  • রবীন্দ্রভাবনায় গ্রাম : কৃষি ও কৃষক (২০০২);
  • ভাষা আন্দোলন : গ্রাম : কৃষি ও কৃষক (২০০২);
  • নির্বাচিত প্রবন্ধ (২০০২)।[1]

শিল্পকলা

  • রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬)।[1]

বিজ্ঞান

  • কেমন আছেন (চিকিৎসা বিজ্ঞান, ১৯৮৭);
  • আদিমানবের সন্ধানে (নৃতত্ব, ১৯৮৯);
  • ঔষুধ, চিকিৎসাসেবা : বৈষম্যের শিকার সাধারণ মানুষ (১৯৯৫);
  • ফিট থাকুন, দেহে মনে (২০০১);
  • এই পৃথিবীতে মানুষ (১৯৯৯)।[1]

অনুবাদ

  • জীবন রহস্য (১৯৬৭);
  • অণুর দেশে মানুষ (১৯৬৮);
  • বিজ্ঞানের জয়যাত্রা (১৯৬৮)।[1]

সম্পাদনা

  • নাগরিক (ত্রৈমাসিক সাহিত্যপত্র, ১৯৬৩-১৯৭১);
  • দ্য ইস্ট পাকিস্তান মেডিকেল জার্নাল (১৯৬০-৭০);
  • দ্য মেডিকেল ডাইজেস্ট (১৯৬০-৭০);
  • পরিভাষা (১৯৬৮-৭০);
  • সুজনেষু (মিনি সাহিত্যপত্র, ১৯৭২-৭৬);
  • বাংলা একাডেমীর চিকিৎসা বিজ্ঞান পরিভাষা কোষ (সংকলক ও তত্ত্বাবধায়ক সম্পাদক)।[1]

পুরস্কার

তথ্যসূত্র

  1. সৈয়দ মোহাম্মদ শাহেদ ও অন্যান্য সম্পাদিত; বাংলা একাডেমী লেখক অভিধান; বাংলা একাডেমী, ঢাকা; সেপ্টেম্বর, ২০০৮; পৃষ্ঠা- ৭৭
  2. "আমার জীবনে রাজনীতি ও সাহিত্য পাশাপাশি চলেছে আহমদ রফিক"। Dhaka,Bangladesh। সংগ্রহের তারিখ 22 Oct,2016 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

গ্রন্থসূত্র

  • বাংলা একাডেমী লেখক অভিধান, ২০০৭, ঢাকা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.