আহমদ বিন হামদান

আবু আবদুল্লাহ নাজমুদ্দীন আহমদ বিন হামদান বিন শাবীব বিন হামদান আল-হাররানী আল-হাম্বলী (Arabic: أبو عبد الله نجم الدِّين أحمد بن حمدان بن شبيب بن حمدان الحراني الحنبلي), একজন হাম্বলী আলিম ও বিচারক ছিলেন। তিনি ইবন হামদান নামে পরিচিত। তিনি ১২০৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইবন হামদান হাররান-এ বেড়ে উঠেন। এরপর জ্ঞান অর্জনের জন্য দামেস্ক, আলেপ্পো, জেরুজালেমসহ বিভিন্ন স্থানে সফর করেন। শেষে তিনি কায়রোতে স্থায়ী হন। ইবন হামদান কায়রোতে বিচারক হিসেবে নিযুক্ত হন। ১২৮৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করা পর্যন্ত তিনি কায়রোতে বসবাস করেন। [1]

আহমদ ইবন হামদান
أحمد ابن حمدان
ব্যক্তিগত তথ্য
জন্ম১২০৬ খ্রিস্টাব্দ
হাররান, Sultanate of Rum
মৃত্যু১২৯৫ খ্রিস্টাব্দ
কায়রো, Mamluk Sultanate
ধর্মইসলাম
জাতিসত্তাআরব
অঞ্চলইরাক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহাম্বলি মাযহাব
ধর্মীয় মতবিশ্বাসআসারি
প্রধান আগ্রহকুরআন, হাদিস, আকীদা, ফিকহ, বীজগণিত
উল্লেখযোগ্য কাজনিহায়াতুল মুবতাদিইন
আর-রিওয়ায়াতুল কুবরা
সিফাতুল মুফতি ওয়াল মুস্তাফতি
কাজবিচারক
মুসলিম নেতা
যাদের প্রভাবিত করেন
  • ইবন বালবান

ইবন হামদান ফিকহে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি হাম্বলী মাযহাবে প্রসিদ্ধ আলেম ছিলেন। কুরআন, সুন্নাহ, বীজগণিত এবং সাহিত্যেও তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি মুফতি ও শিক্ষক ছিলেন। [2]

শিক্ষকবৃন্দ

আবদুল ক্বাদির আর-রাহাওয়ী, ইউসুফ আল-হাররানি, আবু বকট বিন নাসির আল-হাররানি, ইবন সাব্বাহ, ইবন সিদ্দিক আল-হাররানি, শামসুদ্দীন আল-মুনজা, ইবন সালামাহ আন-নাজ্জার, ইবন খলীল, মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ [3]

ছাত্র

ইবন আবু বকর আল-হারবি, সাইফুদ্দিন আন-নাবুলুসি, শারফুদ্দীন আল-দিমায়াতি, সাদ-উদ্দীন আল-হারিসি, ফাতহুদ্দীন বিন সাইদ আন-নাস, যায়নুদ্দীন বিন হাবিব, ইবন জুবারা আল-মাকদীসী, ইবন মাসউদ আল-হারিসি, জামলুদ্দীন আল-মিযযি, ইবনুল কাসিম আল-ফারকি, ইবন আবুল হারাম আল-ক্বলানসি [4]

বই

  • নিহায়াতুল মুবতাদিইন
  • আর-রিওয়ায়াতুল কুবরা
  • আর-রিওয়ায়াতুস সুগরা
  • সিফাতুল মুফতি ওয়াল মুস্তাফতি
  • মুকাদ্দিমা ফি উসুলুদ-দীন
  • জামিউল ফুনুন ওয়া সিফাতুল মাহযুন[5]

তথ্যসূত্র

  1. Al-Harrani, Ahmad। Al-Ri'aya fi al-Fiqh। পৃষ্ঠা 52।
  2. Al-Harrani, Ahmad। Al-Ri'aya fi al-Fiqh। পৃষ্ঠা 39।
  3. Al-Harrani, Ahmad। Al-Ri'aya fi al-Fiqh। পৃষ্ঠা 24।
  4. Al-Harrani, Ahmad। Al-Ri'aya fi al-Fiqh। পৃষ্ঠা 32।
  5. "Ibn Hamdan"Shamela। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.