আসোচাৎসিওনে স্পোর্তিভা রোমা

আসোচাৎসিওনে স্পোর্তিভা রোমা (সাধারণত এএস রোমা অথবা শুধুমাত্র রোমা নামে পরিচিত) হচ্ছে রোম ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯২৭ সালের ৭ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এএস রোমা তাদের সকল হোম ম্যাচ রোমের স্তাদিও অলিম্পিকোতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭০,৬৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাওলো ফোন্সেকা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডিন ফ্রাইডকিনবসনীয় আক্রমণভাগের খেলোয়াড় এদিন জেকো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

রোমা
পূর্ণ নামআসোচাৎসিওনে স্পোর্তিভা রোমা এস.পি.এ.
ডাকনামই জাল্লোরসসি (হলুদ এবং লাল)
লা লুপা (শি-উলফ)
লা মাজিকা (যাদুময়)
প্রতিষ্ঠিত জুন ১৯২৭ (1927-06-07)
মাঠস্তাদিও অলিম্পিকো
ধারণক্ষমতা৭০,৬৩৪[1]
মালিকদ্য ফ্রাইডকিন গ্রুপ (৮৬.৬%)
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র ডিন ফ্রাইডকিন
প্রধান কোচপর্তুগাল পাওলো ফোন্সেকা
লিগসেরিয়ে আ
২০১৯–২০৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, এএস রোমা এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি সেরিয়ে আ, ৯টি কোপ্পা ইতালিয়া, ২টি সুপারকোপ্পা ইতালিয়ানা এবং ১টি সেরিয়ে বি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৬০–৬১ আন্তঃ-শহর মেলা কাপ

অর্জন

ঘরোয়া

সেরিয়ে আ

  • চ্যাম্পিয়ন (৩): ১৯৪১–৪২, ১৯৮২–৮৩, ২০০০–০১

কোপ্পা ইতালিয়া

  • চ্যাম্পিয়ন (৯): ১৯৬৩–৬৪, ১৯৬৮–৬৯, ১৯৭৯–৮০, ১৯৮০–৮১, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬, ১৯৯০–৯১, ২০০৬–০৭, ২০০৭–০৮

সুপারকোপ্পা ইতালিয়ানা

  • চ্যাম্পিয়ন (২): ২০০১, ২০০৭

সেরিয়ে বি

  • চ্যাম্পিয়ন (১): ১৯৫১–৫২

ইউরোপীয়

আন্তঃ-শহর মেলা কাপ

  • চ্যাম্পিয়ন (১): ১৯৬০–৬১

তথ্যসূত্র

  1. "Stadi Serie A 2015–2016" (পিডিএফ)। ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.