আসাম রাজীব গান্ধী সমবায় ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়
আসাম রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট ভারতের আসাম রাজ্যের শিবসাগরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। "আসাম রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট আইন, ২০১০" এর অধীনে প্রতিষ্ঠিত[1] ভারতের প্রথম সমবায় ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়।[2] এটি উচ্চ আসামের শিবসাগরে প্রতিষ্ঠিত একটি আবাসিক শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয়।
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১০ |
অবস্থান | , , |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অনুষদ সমূহ
আসাম রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্টের পাঁচটি অনুষদ রয়েছে।[2]
- স্কুল অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট,
- স্কুল অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি,
- স্কুল অফ কালচার অ্যান্ড মিডিয়া,
- স্কুল অফ পাবলিক পলিসি অ্যান্ড ল,
- স্কুল অফ ইকোলজি অ্যান্ড সাসটেন্যান্স।
অর্জন
বিশ্ববিদ্যালয়টি বিশ্ব শিক্ষা সম্মেলনে "বেস্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ"-এর ট্রফি জিতেছে।[3]
তথ্যসূত্র
- "State University Assam"। University Grants Commission। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- "Country's 1st cooperative management university in Assam"। The Economic Times। ১৩ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- "'Minority Education' gets prime focus at World Education Meet"। Muslim Mirror। ১২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.