আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়
আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় ( ইংরেজি: Assam Science and Technology University) জালুকবাড়ি, গুয়াহাটিতে অবস্থিত আসামের একমাত্র বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি আসাম সরকার ২০১১ সালে সমগ্র আসাম রাজ্যের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা শিক্ষা এবং এর মানদণ্ড উন্নতির জন্য "আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় আইন ২০০৯" দ্বারা স্থাপন করে।[1][2]
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০১০ |
আচার্য | আসামের রাজ্যপাল |
উপাচার্য | অধ্যাপক ডঃ ধীরাজ বরা |
অবস্থান | জালুকবাড়ি,গুয়াহাটি , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চল |
সংক্ষিপ্ত নাম | এ এচ টি ইউ (ASTU) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ |
ওয়েবসাইট | www |
প্রযুক্তিবিদ্যা এবং গবেষণার ক্ষেত্রে উন্নতির জন্য বিশ্ববিদ্যালয়টি অষ্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার এক চুক্তি স্বাক্ষর করেছে। [3]
পাঠক্রমসমুহ
- প্রযুক্তিবিদ্যার স্নাতক (BTech)
- ফার্মাসিবিদ্যার স্নাতক (BPharm)
- ফার্মাচীবিদ্যার স্নাতকোত্তর (MPharm)
- কম্পিউটার ব্যবহারিকবিদ্যার স্নাতকোত্তর (MCA)
- প্রযুক্তিবিদ্যার স্নাতকোত্তর (MTech)
- বাণিজ্যিক প্রশাসনিকবিদ্যার স্নাতকোত্তর (MBA)
- বিজ্ঞানের স্নাতক (BSc)
- বিজ্ঞানের স্নাতকোত্তর (MSc)
তথ্যসূত্র
- "Science and technology is the way forward for climate change, energy deficiency and floods: Assam"। Express Computer। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৬।
- "State University Assam"। University Grants Commission। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- "Assam government to partner with Curtin University : Notification"। indiatoday.intoday.in। ২০১৫-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৬।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.