আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়

আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় ২০১০ সালে আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় বিধি,২০১০ মতে গুয়াহাটির পানীখাইতীতে প্রতিষ্ঠা করা হয়।[1] বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪২ একর জমি জুড়ে আছে। ব্রহ্মপুত্র নদ-এর পারে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি আসাম সচিবালয় থেকে মাত্র ১২ কি.মি. দূরে।

আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়
Assam Down Town University
নীতিবাক্য"Encouraging Success"
ধরনব্যক্তিগত
স্থাপিত২০১০ (2010)
আচার্যডঃ এন. এন. দত্ত
উপাচার্যডঃ আর. সি. ডেকা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
~২৫০
শিক্ষার্থী~ ৪৫০০
অবস্থান
পানীখাইতি, গুয়াহাটি
, ,
সংক্ষিপ্ত নামADTU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ, সর্বভারতীয় প্রযুক্তিবিদ্যা শিক্ষা পরিষদ, দূরশিক্ষা পরিষদ, ভারতীয় ফার্মাসি পরিষদ , ভারতীয় নার্সিং পরিষদ, ভারতী ফিজিওথেরাপী সংস্থা
ওয়েবসাইটOfficial website

বিশ্ববিদ্যালয়টি ডাউনটাউন চ্যারিটেবল ন্যাস প্রতিষ্ঠা করেছিল। ডাউনটাউন হাসপাতাল এই ন্যাসের পরিচালক।[2]

অবস্থান

আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় গুয়াহাটির পানীখাইতীর মাধব নগর পথে অবস্থিত।

শিক্ষা

বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী দেয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রকৌশল, হাসপাতালিটি, স্বাস্থ্য বিজ্ঞান এবং ফার্মাসি বিষয়ে বিভিন্ন পাঠক্রমের সুবিধা আছে।

এটি হোটেল ব্যবস্থাপনা এবং উদ্যোগিক প্রশিক্ষণে ডিগ্রী প্রদান করতে ভারত পর্যটন উন্নয়ন সংস্থার সাথে বোঝাপড়ার চুক্তি সই করেছে।

তথ্যসূত্র

  1. "University"www.ugc.ac.in। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৬
  2. "Assam down town University: The Leading University of north-east India"www.adtu.in। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.