আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ
আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ (ইংরেজি: Assam Higher Secondary Education Council) (AHSEC) হচ্ছে আসাম সরকার-এর অধীনস্থ এক শিক্ষা পরিষদ। এই পরিষদ আসামে উচ্চতর মাধ্যমিক (১০+২) পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এই পরিষদ আসামে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষান্ত পরীক্ষা অনুষ্ঠিত করে এবং উত্তীর্ণদের প্রমাণপত্র প্রদান করে।
সংক্ষেপে | AHSEC |
---|---|
গঠিত | ১ জুন ১৯৮৪[1] |
ধরন | রাজ্য শিক্ষা পরিষদ |
সদরদপ্তর | গুয়াহাটি, ভারত |
অবস্থান | |
দাপ্তরিক ভাষা | অসমীয়া এবং ইংরাজী |
অধ্যক্ষ | এন এম হুসেন[2] |
প্রধান প্রতিষ্ঠান | শিক্ষা মন্ত্রণালয়, আসাম সরকার |
ওয়েবসাইট | www.ahsec.nic.in |
ইতিহাস
আসামে উচ্চতর মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ, নিরীক্ষণ এবং বিকাশের জন্য আসাম সরকার ১৯৮৪ সালের ১ জুন তারিখে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিষ্ঠা করে।[1]
পদবী
- অধ্যক্ষ (পূর্ণকালীন) - তিনি সংসদের মুখ্য কার্যবাহী আধিকারিক। রাজ্য সরকার অধ্যক্ষকে ৩ বছরের কার্যকালের জন্য নিযুক্তি দেন। এই নিযুক্তির মেয়াদ আরো ৩ বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়।
- সচিব - তিনি হলেন সংসদের মুখ্য প্রশাসনিক আধিকারিক। তিনি সংসদের সাধারণ প্রশাসন, প্রতিষ্ঠান, আইনি বিষয়, হিসাব-নিকাশ, জনসংযোগ, অভিযোগ নিষ্পত্তি, নিবন্ধন এবং সম্পত্তির জন্য দায়বদ্ধ।
- পরীক্ষা নিবন্ত্রক - তিনি পরীক্ষা প্রশাসন এবং পরীক্ষার যাবতীয় গোপনীয়তা রক্ষার জন্য দায়বদ্ধ।[2]
- যৌথ সচিব
- উপ সচিব
- শিক্ষা আধিকারিক
- সহকারী সচিব
- আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক
- অধীক্ষক
- সহকারী অধীক্ষক
- পি এ
- ইউ ডি এ
- এল ডি এ
কার্যালয়ের ঠিকনা
আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ
বামুণীমৈদাম, গুয়াহাটি-৭৮১০২১
টেলিফোন নং- ০৩৬১-২৫৫১৫৬৫, ফ্যাক্স-০৩৬১-২৫৫০৮৪৪
ই-মেইল- ahsec1@yahoo.com, infoahsec@nic.in[3]
তথ্যসূত্র
- "About us"। Assam Higher Secondary Education Council। Assam Higher Secondary Education Council। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪।
- "Administrative Person Details"। Assam Higher Secondary Education Council। Assam Higher Secondary Education Council। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪।
- "Home Page, AHSEC website"। AHSEC। ১ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫।
টেমপ্লেট:ভারতের বিদ্যালয় শিক্ষা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.