আসগর ফরহাদি

আসগর ফরহাদি (ফার্সি: اصغر فرهادی; ফার্সি উচ্চারণ: [æsɢæɾ fæɾhɑːdiː] এই শব্দ সম্পর্কেউচ্চারণ  জন্ম: ৭ মে ১৯৭২) একজন ইরানি চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। অন্যান্য বিশেষ পুরষ্কারের মধ্যে, তিনি তার চলচ্চিত্র এ সেপারেশন (২০১২) এবং দ্য সেলসম্যান (২০১৬) এর জন্য সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ২বার একাডেমী পুরস্কার পেয়েছেন, যার ফলে তিনি বিদেশী ভাষার চলচ্চিত্রে ২ বার একাডেমী পুরস্কার লাভ করা অকিরা কুওরোসাওয়া ও রেন ক্ল্লেমেন্টের মতো বিখ্যাত পরিচালকদের কাতারে দাড়াতে সক্ষম হয়েছেন। ২০১২ সালে ফারহাদি, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে টাইম ১০০ এর বার্ষিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।[2][3]

আসগর ফরহাদি
Asghar Farhadi
স্টকহোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮ তে ফরহাদি
জন্ম (1972-05-07) ৭ মে ১৯৭২[1]
হুমায়ুন শাহর, ইসফাহান প্রদেশ, ইরান
জাতীয়তাইরানী
মাতৃশিক্ষায়তনতরবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয়
তেহরান বিশ্ববিদ্যালয়
পেশা
  • চলচ্চিত্র পরিচালক
  • চিত্রনাট্যকার
  • চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯৯৭–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
অ্যাবাউট এলি
এ সেপারেশন
দি পাস্ট
দ্য সেলসম্যান
দাম্পত্য সঙ্গীপারিসা বখতাভার
(বি. ১৯৯০)
সন্তান২জন; শিরিনা ফরহাদি

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র অবস্থান টীকা
পরিচালক প্রযোজক রচয়িতা
২০০২লো হাইটস না না হ্যাঁ ইব্রাহিম হাতামিকিয়ার সাথে সহ-রচনা
২০০৩ড্যান্সিং ইন দ্যা ডাস্ট হ্যাঁ না হ্যাঁ আলিরেজা বজরাফসান এবং মোহাম্মাদ রেজলা ফজিলির সাথে রচনা
২০০৪দি বিউটিফুল সিটি হ্যাঁ না হ্যাঁ
২০০৬ফায়ারওয়ার্ক ওয়েডনাসডে হ্যাঁ না হ্যাঁ মনি হাঘিঘির সাথে দ্বৈতভাবে রচনা
২০০৭ক্যানান না না হ্যাঁ মনি হাঘিঘির সাথে দ্বৈতভাবে রচনা
২০০৮তামবুরিন না না হ্যাঁ
২০০৯ট্রায়াল অব স্ট্রিট না না হ্যাঁ মাসুদ কিমিয়ার সাথে দ্বৈতভাবে রচনা
২০০৯অ্যাবাউট এলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

টৈলিভিশন

বছর চলচ্চিত্র অবস্থান টীকা
পরিচালক প্রযোজক রচয়িতা
১৯৯৮দি ওয়েটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয়
১৯৯৮ডক্টর্‌স না না হ্যাঁ আইআরআইবি টিভি৩ এ সম্প্রচার করা হয়
১৯৯৮ফারুক এন্ড ফরাজ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হ্যাঁ না না আইআরআইবি টিভি২ এ সম্প্রচার করা হয়
১৯৯৯ইয়থ ডেইস না না হ্যাঁ আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয়
১৯৯৯স্টোরি অব এ সিটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয়
২০০১স্টোরি অব এ সিটি ২ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয়

তথ্যসূত্র

  1. "Soureh Movie Database"। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯
  2. Harvey, Giles (২০১৯-০১-৩১)। "How Iran's Greatest Director Makes Art of Moral Ambiguity"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০২
  3. "Asghar Farhadi"Asia Pacific Screen Awards (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.