আসগর ফরহাদি
আসগর ফরহাদি (ফার্সি: اصغر فرهادی; ফার্সি উচ্চারণ: [æsɢæɾ fæɾhɑːdiː] উচ্চারণ জন্ম: ৭ মে ১৯৭২) একজন ইরানি চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। অন্যান্য বিশেষ পুরষ্কারের মধ্যে, তিনি তার চলচ্চিত্র এ সেপারেশন (২০১২) এবং দ্য সেলসম্যান (২০১৬) এর জন্য সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ২বার একাডেমী পুরস্কার পেয়েছেন, যার ফলে তিনি বিদেশী ভাষার চলচ্চিত্রে ২ বার একাডেমী পুরস্কার লাভ করা অকিরা কুওরোসাওয়া ও রেন ক্ল্লেমেন্টের মতো বিখ্যাত পরিচালকদের কাতারে দাড়াতে সক্ষম হয়েছেন। ২০১২ সালে ফারহাদি, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে টাইম ১০০ এর বার্ষিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।[2][3]
আসগর ফরহাদি Asghar Farhadi | |
---|---|
জন্ম | [1] হুমায়ুন শাহর, ইসফাহান প্রদেশ, ইরান | ৭ মে ১৯৭২
জাতীয়তা | ইরানী |
মাতৃশিক্ষায়তন | তরবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয় তেহরান বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | অ্যাবাউট এলি এ সেপারেশন দি পাস্ট দ্য সেলসম্যান |
দাম্পত্য সঙ্গী | পারিসা বখতাভার (বি. ১৯৯০) |
সন্তান | ২জন; শিরিনা ফরহাদি |
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | অবস্থান | টীকা | ||
---|---|---|---|---|---|
পরিচালক | প্রযোজক | রচয়িতা | |||
২০০২ | লো হাইটস | না | না | হ্যাঁ | ইব্রাহিম হাতামিকিয়ার সাথে সহ-রচনা |
২০০৩ | ড্যান্সিং ইন দ্যা ডাস্ট | হ্যাঁ | না | হ্যাঁ | আলিরেজা বজরাফসান এবং মোহাম্মাদ রেজলা ফজিলির সাথে রচনা |
২০০৪ | দি বিউটিফুল সিটি | হ্যাঁ | না | হ্যাঁ | |
২০০৬ | ফায়ারওয়ার্ক ওয়েডনাসডে | হ্যাঁ | না | হ্যাঁ | মনি হাঘিঘির সাথে দ্বৈতভাবে রচনা |
২০০৭ | ক্যানান | না | না | হ্যাঁ | মনি হাঘিঘির সাথে দ্বৈতভাবে রচনা |
২০০৮ | তামবুরিন | না | না | হ্যাঁ | |
২০০৯ | ট্রায়াল অব স্ট্রিট | না | না | হ্যাঁ | মাসুদ কিমিয়ার সাথে দ্বৈতভাবে রচনা |
২০০৯ | অ্যাবাউট এলি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
টৈলিভিশন
বছর | চলচ্চিত্র | অবস্থান | টীকা | ||
---|---|---|---|---|---|
পরিচালক | প্রযোজক | রচয়িতা | |||
১৯৯৮ | দি ওয়েটার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয় |
১৯৯৮ | ডক্টর্স | না | না | হ্যাঁ | আইআরআইবি টিভি৩ এ সম্প্রচার করা হয় |
১৯৯৮ | ফারুক এন্ড ফরাজ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স | হ্যাঁ | না | না | আইআরআইবি টিভি২ এ সম্প্রচার করা হয় |
১৯৯৯ | ইয়থ ডেইস | না | না | হ্যাঁ | আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয় |
১৯৯৯ | স্টোরি অব এ সিটি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয় |
২০০১ | স্টোরি অব এ সিটি ২ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | আইআরআইবি টিভি৫ এ সম্প্রচার করা হয় |
তথ্যসূত্র
- "Soureh Movie Database"। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- Harvey, Giles (২০১৯-০১-৩১)। "How Iran's Greatest Director Makes Art of Moral Ambiguity"। The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০২।
- "Asghar Farhadi"। Asia Pacific Screen Awards (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০২।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে আসগর ফরহাদি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.