আশেকানে আউলিয়া কলেজ

[1] সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ চট্টগ্রামের হাশেম বাজার রোডে অবস্থিত একটি কলেজ। কলেজটিতে ডিগ্রি পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে। সকাল ৮ টা থেকে এর কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪ টায় শেষ হয়।[1]

সরকারী আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ
নীতিবাক্যগুনগত ও আধুনিক শিক্ষা বিস্তার করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখা।
ধরনআশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ
স্থাপিত১৯৯০
প্রতিষ্ঠাতামরহুম মাওলানা খায়রুল বশর হক্কানি
অধ্যক্ষনূর মোহাম্মদ আনছারী
শিক্ষার্থীপ্রায় ১৫০০-১৮০০ জন।
অবস্থান
আতুরার ডিপোর উত্তর পূর্ব পাশে, শীতল ঝর্নার পাদদেশে, শহীদ নগর, ওয়াজেদিয়া রোড, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
শিক্ষাঙ্গনচট্টগ্রাম শহরে।
ভাষাবাংলা ও ইংরেজি।
ওয়েবসাইটwww.Gov't Ashekane Awlia college.edu.bd

অবস্থান

প্রতিষ্ঠানটি নগরীর বায়েজীদ থানায় অবস্থিত।

আরো দেখুন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.