আশরাফ হোসেন
আশরাফ হোসেন (১৯৩৯ – ১৮ জুলাই ২০২০) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং খুলনা-৩ ও বিলুপ্ত খুলনা-৭ আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৭৯,[1] ১৯৯১,[2] ফেব্রুয়ারি ১৯৯৬[3] ও ২০০১[4] সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[5][6]
আশরাফ হোসেন | |
---|---|
খুলনা-৭ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
খুলনা-৩ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৬ | |
জাতীয় সংসদের হুইপ | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
কাজের মেয়াদ ১৯৯১ – জুন ১৯৯৬ | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৯ সালে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা |
মৃত্যু | ১৮ জুলাই ২০২০ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জন্ম ও প্রাথমিক জীবন
১৯৩৯ সালে আশরাফ হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা নাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্পন্ন করে।
রাজনৈতিক ও কর্মজীবন
আশরাফ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব। তিনি ছিলেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতি। ১/১১-এর সময় সংস্কারপন্থী অভিযোগ থাকায় রাজনীতি থেকে দূরে আছেন তিনি।[7] তিনি ১৯৭৯,[1] ১৯৯১,[2] ফেব্রুয়ারি ১৯৯৬[3] ও ২০০১[4] সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[5]
মৃত্যু
হোসেন ১৮ জুলাই ২০২০ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন পরে তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে তাকে তার মা বাবার কবরের পাশে দাফন করা হয় । তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, হৃদরোগ ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৮১ বছর।[8]
তথ্যসূত্র
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "এক যুগ পরে খুলনায় হুইপ পঞ্চানন বিশ্বাস"। ব্রেকিংনিউজ.কম.বিডি। ১২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬।
- "Ex BNP whip Ashraf 'unwanted' in Khulna"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৯-২০। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬।
- "সাবেক হুইপ আশরাফ হোসেন গুরুতর অসুস্থ | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬।
- সাবেক হুইপ আশরাফ হোসেনের ইন্তেকাল, ডেইলি নয়া দিগন্ত ডটকম, ১৮ জুলাই ২০২০