আশরাফ আলি খান (নবাব)

সৈয়দ আশরাফ আল খান বাহাদুর (১৭৫৯-এর পূর্বে - ২৪শে মার্চ ১৭৭০) ছিলেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাব নাজিম। তিনি ছিলেন মীর জাফর বাহাদুরের চতুর্থ সন্তান।

আশরাফ আলী খান
বাংলা-বিহার-উড়িষ্যার নবাব নাজিম (বাংলার নবাব)
রাজত্ব১৭৭০
রাজ্যাভিষেক২১শে মার্চ ১৭৭০
পূর্বসূরিনাজাবুত আলী খান
উত্তরসূরিসৈয়দ মুবারক আলী খান ২
জন্ম১৭৫৯ এর পূর্বে
মৃত্যু২১শে মার্চ ১৭৭০
মুর্শিদাবাদ দুর্গ
সমাধি
জাফরগঞ্জ সমাধি
সঙ্গীশখিনা বেগম
বংশধরশরিফ উদ-দিন আলী খান
(এক পুত্র ও তিন কন্যা)
পূর্ণ নাম
সৈয়দ আশরাফ আলী খান
রাজবংশনাজাফি
পিতামীরজাফর
মাতারাহাত উন-নিসা বেগম
ধর্মশিয়া ইসলাম

আশরাফ আলী খানকে তার চাচী নাফিশাত উন-নিসা বেগম সাবিহা দত্তক নিয়েছিলেন। ১৭৭০ সালের ১১ই মার্চ তার বড় ভাই নাজাবত আলী খানের মৃত্যুর পর তিনি নিজেকে বাংলা বিহার ও ওড়িশার নবাব নাজিম হিসেবে প্রচারণা চালান। তিনি ১৭৭০ সালের ২১শে মার্চ মুর্শিদাবাদের খাহার ব্যালিশে দুর্গে অফিসিয়ালি নবাব হিসেবে আসন গ্রহণ করেন। কিন্তু সিংহাসনে আরোহণের কিছুদিন পরই ১৭৭০ সালের ২৪শে মার্চ তিনি গুটিবসন্তে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আশরাফ আলি খানের কবর, জাফরগঞ্জ সমাধিক্ষেত্র, মুর্শিদাবাদ

আরও দেখুন

বহিঃসংযোগ

আশরাফ আলি খান (নবাব)
জন্ম: ১৭৫৯ মৃত্যু: মার্চ, ২৪ ১৭৭০
পূর্বসূরী
নাজাবুত আলী খান
বাংলা ও মুর্শিদাবাদের নবাবগণ
১৭৭০
উত্তরসূরী
মুবারক আলী খান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.