আশরাফুস সাওয়ানেহ

আশরাফুস সাওয়ানেহ (উর্দু: اشرف السوانح) অবিভক্ত ভারতের দেওবন্দি ইসলামি পণ্ডিত আশরাফ আলী থানভীকে নিয়ে রচিত আজিজুল হাসান গৌরির একটি উর্দু জীবনী সাহিত্য। এটি মোট ৪ খণ্ডে প্রকাশিত হয়। লেখক ১৯৩৫ সাল থেকে এটি রচনা শুরু করেন। থানভীর মৃত্যুর আগ পর্যন্ত তিনি গ্রন্থটির তিন খণ্ড রচনার কাজ সমাপ্ত করেন। ১৯৪৩ সালে থানভীর মৃত্যুর পর তিনি চতুর্থ খণ্ড প্রকাশ করেন। এটি আশরাফ আলী থানভীকে নিয়ে রচিত সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ জীবনী মূলক কাজ।[1][2] এটি কেবল একটি জীবনী নয় বরং তার দার্শনিক ও আধ্যাত্মিক কৃতিত্ব, সংস্কার কর্ম, তরবিয়তের নীতিমালা, অতীন্দ্রিয় বিষয়, অসুস্থতা, মৃত্যু সবকিছুর বিশদ আলোচনা।[3]

আশরাফুস সাওয়ানেহ
উর্দু প্রচ্ছদ
লেখকআজিজুল হাসান গৌরি
মূল শিরোনামউর্দু: اشرف السوانح
দেশব্রিটিশ ভারত
ভাষাউর্দু
বিষয়আশরাফ আলী থানভী
ধরনজীবনী
প্রকাশিত১৯৩৫ – ১৯৪৩
প্রকাশকইদারায়ে তালিফাতে আশরাফিয়া
মিডিয়া ধরনশক্তমলাট
পৃষ্ঠাসংখ্যা১৬৩৬
ওসিএলসি২৫৩৮৭২১২৩
৯২১
এলসি শ্রেণীবিপি৮০.টি৫ এম২৭ ২০০৯

অনুবাদ

বইয়ের বিশালতার কারণে ১৯৫১ সালে বইটির একটি সংকোচিত সংস্করণ প্রকাশ করেন সুলাইমান নদভীর খলিফা ড. গোলাম মুহাম্মদ। যাতে ভূমিকা লিখেছেন আব্দুল বারী নদভীমুহাম্মদ শফি উসমানি। বইটির বঙ্গানুবাদ করেছে আব্দুল্লাহ আল ফারুক। ২০১৮ সালে বইটির ইংরেজি অনুবাদ করেন মুহাম্মদ মুহামেদি।

আরও দেখুন

  • আশরাফ আলী থানভীর উপর লিখিত গ্রন্থপঞ্জি

তথ্যসূত্র

  1. পারভেজ, মুহাম্মদ (২০০৮)। মাওলানা আশরাফ আলী থানভীর সামাজিক-ধর্মীয় সংস্কারের একটি গবেষণা (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৪৭।
  2. কামাল, আজমল (২৩ সেপ্টেম্বর ২০১১)। "The making of the modern maulvi"দ্য এক্সপ্রেস ট্রিবিউন
  3. আহমদ, ইশতিয়াক (২০২০)। স্বাধীনতার পূর্বে উলামায়ে দেওবন্দের জীবনী সাহিত্য চর্চা নিয়ে একটি সমালোচনামূলক গবেষণা (গবেষণাপত্র)। ভারত: মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৬৫—২৭৩। hdl:10603/338413

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.