আশফাক নিপুণ

আশফাক নিপুণ একজন বাংলাদেশী টিভি নাটক নির্মাতা। তিনি ২০০৫ সালে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। ২০১৭ সালের দ্বন্দ্ব সমাস টিভি নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার এবং ২০১৯ সালের এই শহরে টিভি নাটকের জন্য শ্রেষ্ঠ নাট্য নির্দেশকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

আশফাক নিপুণ রাজ
জন্ম
চট্টগ্রাম, বাংলাদেশ
পেশানির্মাতা ও অভিনেতা
কর্মজীবন২০০৫বর্তমান
দাম্পত্য সঙ্গীএলিটা করিম (বি. ২০১৫)
পুরস্কারমেরিল প্রথম আলো পুরস্কার (২ বার)

কর্মজীবন

চট্রগ্রামে বড় হলেও নাট্যজগত নিয়ে বরাবরই আগ্রহী ছিলেন। নির্মাতা হিসেবে কাজ করার ইচ্ছাই একটা সময়ে ঢাকায় নিয়ে আসে তাকে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালের মাধ্যমেই নাট্যনির্মাণে এসেছেন আশফাক নিপুণ।

ব্যক্তিগত জীবন

২০১৫ সালে সঙ্গীতশিল্পী এলিটা করিম’কে বিয়ে করেন।[1] ২০০৯ সালে তাদের পরিচয়ের শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।[2]

টিভি নাটক ও ওয়েবসিরিজের [3]তালিকা

টিভি নাটক

  • মধুরেণ সমাপয়েৎ
  • অবাক ভালোবাসা
  • সাহেব মেমসাহেব
  • অযান্ত্রিক
  • পথের মাঝে গল্প
  • সুখের ছাড়পত্র
  • ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম
  • সে এবং সে
  • মা-য়া
  • ছেলেটা কিন্তু ভালো ছিল
  • খুঁটিনাটি খুনসুটি
  • শুনতে কি পাও
  • টু ইন ওয়ান (২০০৬)
  • মুকিম ব্রাদার্স (২০১০)
  • রেইনবো (২০১৪)
  • আলপনা কাজল (২০১৪)
  • মিডলক্লাস সেন্টিমেন্ট (২০১৫)
  • দ্বন্দ্ব সমাস (২০১৭)
  • ফেরার পথ নেই (২০১৮)
  • সোনালী ডানার চিল (২০১৮)
  • কানামাছি ভোঁ ভোঁ (২০১৮)
  • লায়লা, তুমি কি আমাকে মিস করো (২০১৮)
  • মিস শিউলি (২০১৯)
  • এই শহরে (২০১৯)
  • আগন্তুক (২০২০)
  • ইতি মা (২০২০)
  • ভিকটিম (২০২০)
  • মুখ ও মুখোশের গল্প (২০২০)

ওয়েব ধারাবাহিক

অভিনয়

  • ঊন-মানুষ (২০০৬)
  • টু ইন ওয়ান (২০০৬)
  • ফার্স্ট ডেট (২০০৯)
  • উপসংহার

পুরস্কার ও মনোনয়ন

মেরিল-প্রথম আলো পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
৩০ মার্চ ২০১৮ শ্রেষ্ঠ নাট্যকার দ্বন্দ্ব সমাস বিজয়ী [6]
৩০ ডিসেম্বর ২০২১ শ্রেষ্ঠ নাট্য নির্দেশক এই শহরে বিজয়ী [7]
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১১ মার্চ ২০২২ শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ধারাবাহিক) মহানগর বিজয়ী [8]
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩ সেপ্টেম্বর ২০২২ সেরা পরিচালক, সিরিজ মহানগর বিজয়ী [9]
সেরা পরিচালক, চলচ্চিত্র কষ্টনীড় বিজয়ী

তথ্যসূত্র

  1. প্রতিবেদক, নিজস্ব। "এলিটা-নিপুণের বিয়ে"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২
  2. "এলিটা আর নিপুণের বিয়েতে বাধা ছিল কে?"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২
  3. "Ashfaque Nipun"IMDb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২
  4. "উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সৃষ্টিকরণ/মহানগর ২ (ওয়েবসিরিজ)"উইকিপিডিয়া। ২০২৩-০৪-২২।
  5. "Mohanagar (TV Series 2021– ) - IMDb" (ইংরেজি ভাষায়)।
  6. "টিভি নাটকে সমালোচক পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  7. "যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১
  8. "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২
  9. "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.