আল মাজাহির
আল মাজাহির (আরবি: المظاهر) ছিল ভারতের সাহারানপুরের মাজাহির উলুম থেকে প্রকাশিত একটি ত্রৈমাসিক আরবি ম্যাগাজিন।[1] ১৯৯৫ সালে সালমান মাজাহিরির পৃষ্ঠপোষকতায় ম্যাগাজিনটির যাত্রা শুরু হয়। রিদওয়ান নাসিম আল মাজাহিরি এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ম্যাগাজিনটির সর্বশেষ সম্পাদক আবু সুফিয়ান নদভীর দেশত্যাগের পর এটি বন্ধ হয়ে যায়। এটি মাদ্রাসায় আরবি ভাষার প্রচার প্রসারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, লোকদের মধ্যে সাহিত্যিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো এবং আরবি ভাষায় মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।[2]
বিষয় | ইসলাম |
---|---|
ভাষা | আরবি |
সম্পাদক | আবু সুফিয়ান নদভী (সর্বশেষ) |
প্রকাশনা বিবরণ | |
প্রকাশক |
ইসলামি সাংবাদিকতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি ভারতীয় মুসলমানদের ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক অবস্থার উন্নয়ন, তাদের সামাজিক ও নৈতিক সমস্যাগুলোর সমাধান, ভারতীয় মুসলিম সমাজের সাধারণ ঐতিহ্যগুলো রক্ষা এবং আরবি ভাষার প্রচার প্রসারে অবদান রেখেছে।[3]
লক্ষ্য ও উদ্দেশ্য
ম্যাগাজিনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে:[3]
- আরবি সাহিত্যের উন্নয়ন করা।
- কুরআন-সুন্নাহর প্রচার করা।
- ধর্মীয় আবেগকে জাগ্রত করা।
- ইসলামি সংস্কৃতির প্রচার প্রসার।
- ইসলামি সমাজকে নতুন করে শক্ত ইসলামি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা।
- মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা উন্মোচন ও প্রকাশ করা।
- কলম যুদ্ধে অংশগ্রহণের জন্য যোগ্য ধার্মিক ছাত্র তৈরি করা।
- মুসলিম যুবকদের ধারণা ও বিশ্বাসের সংস্কার এবং তাদের মনকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা।
আরও দেখুন
- দেওবন্দি ম্যাগাজিন
তথ্যসূত্র
উদ্ধৃতি
- আহমেদ, ফরিদ উদ্দিন (জুলাই ২০১৯)। "Arabic Journalism in India: its growth and development" [ভারতে আরবি সাংবাদিকতা : এর বৃদ্ধি এবং বিকাশ] (পিডিএফ)। প্রতিধ্বনি। ৮ (১): ৩১৫। আইএসএসএন 2278-5264। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২২।
- আব্দুর রহমান, ডক্টর (২০১৮)। "Contributions Of The Scholars Of Darul Uloom Deoband To The Development Of Arabic Journalism In India" [ভারতে আরবি সাংবাদিকতার বিকাশে দারুল উলুম দেওবন্দের আলেমদের অবদান]। আল দেবাল (আরবি ভাষায়)। ৩ (১): ৮৩। আইএসএসএন 2415-5500।
- নদভী, সরওয়ার আলম (২০০০)। Development of Arabic journalism in India after independence [স্বাধীনতার পর ভারতে আরবি সাংবাদিকতার বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩৩৪–৩৩৮। hdl:10603/57825।
গ্রন্থপঞ্জি
- আলংগদন, আনিস (২০১৪)। Relocating Arabic language and literature with reference to Arabic journalism in India 1950 to 2000 [১৯৫০ থেকে ২০০০ ভারতে আরবি সাংবাদিকতার উল্লেখ সহ আরবি ভাষা ও সাহিত্যের বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। hdl:10603/30548।