আল বিদ্দা স্পোর্টস ক্লাব
আল বিদ্দা স্পোর্টস ক্লাব (আরবি: نادي البدع الرياضي, ইংরেজি: Al Bidda SC; সাধারণত আল বিদ্দা এসসি অথবা শুধুমাত্র আল বিদ্দা নামে পরিচিত) হচ্ছে দোহা ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব।[1] এই ক্লাবটি বর্তমানে কাতারের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ কাতারি দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কাতারি সাবেক ফুটবল খেলোয়াড় সামি সালাহউদ্দিন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ ফাহাদ মুহাম্মদ ফাহাদ।[2]
![]() | |||
পূর্ণ নাম | আল বিদ্দা স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ২০১৫ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | কাতারি দ্বিতীয় বিভাগ | ||
২০২০–২১ | ৭ম | ||
|
সুলতান সালিহ, মুহাম্মদ ইজ্জুলউদ্দিন, আব্দুলআজিজ আল-হারকান, আব্দুলরহমান আহমেদ জাসিম এবং আব্দুল্লাহ আলি আব্বাদের মতো খেলোয়াড়গণ আল বিদ্দার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র
- "QFA accords Al Bidda club status"। Qatar Football Association। ৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
- "আল বিদ্দা"। ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
বহিঃসংযোগ
- কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আল বিদ্দা স্পোর্টস ক্লাব (ইংরেজি) (আরবি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.