আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, যেটি ওমান ক্রিকেট অ্যাকাডেমি মাঠ নামেও পরিচিত, ওমানের আল আমিরাত এলাকায় অবস্থিত একটি ক্রিকেট মাঠ।[3] ওমান ক্রিকেট মাঠটির কর্তৃত্বধারী।[4][5][6][7] ২০২১ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্টেডিয়ামের মিনিস্ট্রি টার্ফ ১কে টেস্ট ক্রিকেট আয়োজনের অনুমতি প্রদান করে।[8][9]
মিনিস্ট্রি টার্ফ ১ | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | আল আমিরাত, মাস্কাট |
দেশ | ওমান |
স্থানাঙ্ক | ২৩°২৯′১৭.১″ উত্তর ৫৮°২৯′৩৮.৩″ পূর্ব |
প্রতিষ্ঠা | ২০১২ |
ধারণক্ষমতা | ৩০০০[1][2] |
স্বত্ত্বাধিকারী | ওমান ক্রিকেট |
পরিচালক | ওমান ক্রিকেট |
ভাড়াটে | ওমান জাতীয় ক্রিকেট দল |
প্রান্তসমূহ | |
আল আমিরাত প্রান্ত প্যাভিলিয়ন প্রান্ত | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ ওডিআই | ৫ জানুয়ারি ২০২০: ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত |
সর্বশেষ পুরুষ ওডিআই | ৮ ফেব্রুয়ারি ২০২২: ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত |
প্রথম পুরুষ টি২০আই | ২০ জানুয়ারি ২০১৯: বাহরাইন বনাম সৌদি আরব |
সর্বশেষ পুরুষ টি২০আই | ২৪ ফেব্রুয়ারি ২০২২: আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত |
প্রথম নারী টি২০আই | ৪ ফেব্রুয়ারি ২০২০: ওমান বনাম জার্মানি |
সর্বশেষ নারী টি২০আই | ২৬ মার্চ ২০২২: ওমান বনাম কাতার |
২৭ মার্চ ২০২২ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো ক্রিকেটআর্কাইভ |
মিনিস্ট্রি টার্ফ ২ | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | আল আমিরাত, মাস্কাট |
দেশ | ওমান |
প্রতিষ্ঠা | ২০১২ |
ধারণক্ষমতা | ২০০০–৩০০০ |
স্বত্ত্বাধিকারী | ওমান ক্রিকেট |
পরিচালক | ওমান ক্রিকেট |
ভাড়াটে | ওমান জাতীয় ক্রিকেট দল |
প্রান্তসমূহ | |
আল আমিরাত প্রান্ত অ্যাকাডেমি প্রান্ত | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ ওডিআই | ৬ সেপ্টেম্বর ২০২১: পাপুয়া নিউগিনি বনাম মার্কিন যুক্তরাষ্ট্র |
সর্বশেষ পুরুষ ওডিআই | ২৮ সেপ্টেম্বর ২০২১: ওমান বনাম স্কটল্যান্ড |
প্রথম পুরুষ টি২০আই | ২০ জানুয়ারি ২০১৯: কুয়েত বনাম মালদ্বীপ |
সর্বশেষ পুরুষ টি২০আই | ২৪ ফেব্রুয়ারি ২০২২: ওমান বনাম নেপাল |
প্রথম নারী টি২০আই | ২০ মার্চ ২০২২: কুয়েত বনাম সৌদি আরব |
সর্বশেষ নারী টি২০আই | ২৬ মার্চ ২০২২: বাহরাইন বনাম সংযুক্ত আরব আমিরাত |
২৭ মার্চ ২০২২ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো ক্রিকেটআর্কাইভ |
ইতিহাস
২০০৮ সালের জুলাই মাসে ওমান ক্রিকেট রাজধানী শহর মাস্কাটের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আল আমিরাত এলাকায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করে। প্রকল্পটির খরচ প্রাথমিকভাবে ২০ লক্ষ ওমানি রিয়াল বা ৫.১৯ লক্ষ মার্কিন ডলার ধরা হয়।[10] আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত মাঠটি ২০১২ সালের অক্টোবর মাসে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক উদ্বোধন করেন। দুই মাস পর একটি ঘরোয়া খেলা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটির কার্যক্রম শুরু হয়।[4] ২০১৫ সালের মাঠটিতে ফ্লাডলাইট যুক্ত করা হয়।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মাঠটিতে ২০১৯ এসিসি পশ্চিমাঞ্চল টি২০ ও একটি চতুর্দেশীয় সিরিজ আয়োজন করা হয়। উভয় টুর্নামেন্টেই ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক হিসেবে খেলা হয়।[11]
২০১৯ সালের ২১ জানুয়ারি মালদ্বীপ ও বাহরাইনের মধ্যকার একটি ম্যাচে মালদ্বীপের বোলার ইব্রাহিম হাসান এ মাঠের প্রথম টোয়েন্টি২০ আন্তর্জাতিক পাঁচ উইকেট লাভ করেন।[12]
২০১৯ সালের ২৩ জানুয়ারি কুয়েত ও বাহরাইনের মধ্যকার একটি ম্যাচে কুয়েতের ব্যাটার রবিজা সন্ডরুওয়ান এ মাঠের প্রথম টোয়েন্টি২০ আন্তর্জাতিক শতরানের ইনিংস খেলেন।[13]
২০১৯ সালের অক্টোবর মাসে মাঠটিতে ওমান, আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস ও হংকং-এর অংশগ্রহণে একটি পঞ্চদেশীয় টি২০ টুর্নামেন্টের আয়োজন করা হয়।[14]
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মাঠটিতে ২০২০ এসিসি পশ্চিমাঞ্চল টি২০ অনুষ্ঠিত হয়।[15]
ভারতে কোভিড-১৯-এর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এ মাঠে ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন করা হয়।[16] টুর্নামেন্টের মোট ৬টি ম্যাচ এ মাঠে আয়োজিত হয়, যার মধ্যে স্বাগতিক ওমানের সবগুলো ম্যাচ অন্তর্ভুক্ত ছিল।
আন্তর্জাতিক রেকর্ড
পুরুষ একদিনের আন্তর্জাতিক শতক
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ একদিনের আন্তর্জাতিক ম্যাচসমূহে শতরানের তালিকা নিচে দেয়া হলো।[17]
ক্রম | স্কোর | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১২৯* | ক্রেইগ উইলিয়ামস | নামিবিয়া | ৯৪ | ১ | ওমান | ৮ জানুয়ারি ২০২০ | বিজয়ী |
২ | ১৭৩* | জাসকরন মালহোত্রা | মার্কিন যুক্তরাষ্ট্র | ১২৪ | ১ | পাপুয়া নিউগিনি | ৯ সেপ্টেম্বর ২০২১ | বিজয়ী |
৩ | ১০০ | মোনংক প্যাটেল | মার্কিন যুক্তরাষ্ট্র | ১১৪ | ১ | নেপাল | ১৩ সেপ্টেম্বর ২০২১ | পরাজিত |
৪ | ১০৭ | জতিন্দর সিং | ওমান | ৬২ | ২ | নেপাল | ১৪ সেপ্টেম্বর ২০২১ | বিজয়ী |
৫ | ১০৬ | জতিন্দর সিং | ওমান | ৯৫ | ১ | সংযুক্ত আরব আমিরাত | ৫ ফেব্রুয়ারি ২০২২ | পরাজিত |
৬ | ১১৫ | চিরাগ সুরি | সংযুক্ত আরব আমিরাত | ১২৫ | ২ | ওমান | ৫ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
পুরুষ একদিনের আন্তর্জাতিক পাঁচ উইকেট
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ একদিনের আন্তর্জাতিক ম্যাচসমূহে পাঁচ উইকেটের তালিকা নিচে দেয়া হলো।[18]
ক্রম | বিশ্লেষণ | খেলোয়াড় | দল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ৫/৪৪ | ইয়োহানেস জোনাথান স্মিট | নামিবিয়া | ২ | ওমান | ৮ জানুয়ারি ২০২০ | বিজয়ী |
২ | ৫/২৬ | আহমেদ রাজা | সংযুক্ত আরব আমিরাত | ১ | নামিবিয়া | ৯ জানুয়ারি ২০২০ | বিজয়ী |
৩ | ৬/১১ | সন্দীপ লামিছানে | নেপাল | ২ | পাপুয়া নিউগিনি | ১০ সেপ্টেম্বর ২০২১ | বিজয়ী |
৪ | ৫/১৫ | খাওয়ার আলি | ওমান | ১ | পাপুয়া নিউগিনি | ১ অক্টোবর ২০২১ | বিজয়ী |
৫ | ৫/২৮ | কাবুয়া ভাগি মোরেয়া | পাপুয়া নিউগিনি | ২ | ওমান | ১ অক্টোবর ২০২১ | পরাজিত |
৬ | ৫/১৭ | বাসিল হামিদ | সংযুক্ত আরব আমিরাত | ১ | ওমান | ৬ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক শতক
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে শতরানের তালিকা নিচে দেয়া হলো।[19]
ক্রম | স্কোর | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১২৪ | কেভিন ও'ব্রায়েন | আয়ারল্যান্ড | ৬২ | ১ | হংকং | ৭ অক্টোবর ২০১৯ | বিজয়ী |
২ | ১১২ | মুহাম্মদ ওয়াসিম | সংযুক্ত আরব আমিরাত | ৬৬ | ২ | আয়ারল্যান্ড | ২৪ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক পাঁচ উইকেট
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে পাঁচ উইকেটের তালিকা নিচে দেয়া হলো।[20]
ক্রম | বিশ্লেষণ | খেলোয়াড় | দল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ৫/২৪ | ইব্রাহিম হাসান | মালদ্বীপ | ২ | বাহরাইন | ২১ জানুয়ারি ২০১৯ | পরাজিত |
২ | ৫/১৫ | আমির কলিম | ওমান | ১ | নেপাল | ১০ অক্টোবর ২০১৯ | বিজয়ী |
৩ | ৫/২৯ | আমির কলিম | ওমান | ১ | সংযুক্ত আরব আমিরাত | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
৪ | ৫/১৯ | আহমেদ রাজা | সংযুক্ত আরব আমিরাত | ২ | নেপাল | ২২ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক শতক
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে শতরানের তালিকা নিচে দেয়া হলো।[21]
ক্রম | স্কোর | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১১৩* | আয়েশা মোহাম্মদ | কাতার | ৫৮ | ১ | সৌদি আরব | ২৫ মার্চ ২০২২ | বিজয়ী |
২ | ১০৪* | শাহরিননওয়াব বাহাদুর | কাতার | ৬১ | ১ | সৌদি আরব | ২৫ মার্চ ২০২২ | বিজয়ী |
নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক পাঁচ উইকেট
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে পাঁচ উইকেটের তালিকা নিচে দেয়া হলো।[22]
ক্রম | বিশ্লেষণ | খেলোয়াড় | দল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ৫/১১ | অ্যামান্ডা দ্'কোস্তা | ওমান | ২ | কুয়েত | ২৪ মার্চ ২০২২ | বিজয়ী |
পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক শতক
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে শতরানের তালিকা নিচে দেয়া হলো।[23]
ক্রম | স্কোর | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১০৩ | রবিজা সন্ডরুওয়ান | কুয়েত | ৫৯ | ২ | বাহরাইন | ২৩ জানুয়ারি ২০১৯ | বিজয়ী |
২ | ১০৮* | ম্যাথিউ স্পুরস | কানাডা | ৬৬ | ১ | ফিলিপাইন | ১৮ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
৩ | ১০৪* | কুশল ভুর্তেল | নেপাল | ৬১ | ১ | ফিলিপাইন | ১৯ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক পাঁচ উইকেট
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে পাঁচ উইকেটের তালিকা নিচে দেয়া হলো।[24]
ক্রম | বিশ্লেষণ | খেলোয়াড় | দল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ৫/৫ | জুনায়েদ আজিজ | বাহরাইন | ১ | জার্মানি | ১৮ ফেব্রুয়ারি ২০২২ | বিজয়ী |
নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক শতক
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে শতরানের তালিকা নিচে দেয়া হলো।[25]
ক্রম | স্কোর | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১৬১* | দীপিকা রাসাঙ্গিকা | বাহরাইন | ৬৬ | ১ | সৌদি আরব | ২২ মার্চ ২০২২ | বিজয়ী |
২ | ১৫৮* | ইশা রোহিত | সংযুক্ত আরব আমিরাত | ৭১ | ১ | বাহরাইন | ২৬ মার্চ ২০২২ | বিজয়ী |
নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক পাঁচ উইকেট
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে পাঁচ উইকেটের তালিকা নিচে দেয়া হলো।[26]
ক্রম | বিশ্লেষণ | খেলোয়াড় | দল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ৫/৬ | মারিয়া জাসভি | কুয়েত | ১ | সৌদি আরব | ২০ মার্চ ২০২২ | বিজয়ী |
তথ্যসূত্র
- "Oman Cricket Academy Ground"। www.t20worldcup.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১।
- "Oman Cricket eyes $2 million upgrade for its ICC T20 World Cup venue"। বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
- "10 years on from playing on sand and cement, Oman cricket set to welcome the world"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১।
- "AL AMERAT RISES"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২।
- "ICC T20 World Cup 2021 Venues. World Cup Venues For Qualifying Round/Round1."। ডব্লিউসি ক্রিকেট ইনফো (ইংরেজি ভাষায়)।
- "AL-AMERAT CLOSE TO LIFT-OFF"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১২।
- "Oman Cricket inaugurates floodlights at Al Amerat Ground"। মাস্কাট ডেইলি (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০১৬। ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- "OCA Ground 1 gets ICC accreditation to host Test matches, ODIs and T20Is"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১।
- "Oman Cricket Academy Ground approved for Test Cricket"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১।
- "OMAN'S BIG PLANS"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮।
- "Revised tour dates for Ireland v Afghanistan series released"। ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯।
- "3rd Match, ACC Western Region T20 at Al Amarat, Jan 21 2019"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯।
- "8th Match, ACC Western Region T20 at Al Amarat, Jan 23 2019"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯।
- "Al Amerat Cricket Stadium Oman T20 Records and Statistics"। টি২০ হেড টু হেড (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৬।
- "Oman eyes ACC Western Region triumph on road to 2020 Asia Cup"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
- "ICC T20 World Cup to be hosted in UAE & Oman"। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Batting records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Bowling records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Statistics / Statsguru / Twenty20 Internationals / Batting records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Statistics / Statsguru / Twenty20 Internationals / Bowling records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Statistics / Statsguru / Women's Twenty20 Internationals / Batting records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- "Statistics / Statsguru / Women's Twenty20 Internationals / Bowling records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- "Statistics / Statsguru / Twenty20 Internationals / Batting records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Statistics / Statsguru / Twenty20 Internationals / Bowling records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Statistics / Statsguru / Women's Twenty20 Internationals / Batting records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- "Statistics / Statsguru / Women's Twenty20 Internationals / Bowling records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।