আলেহান্দ্রো বালদে

আলেহান্দ্রো বালদে মার্তিনেজ (জন্ম: ১৮ অক্টোবর ২০০৩) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি স্পেনের বার্সেলোনা আতলেতিক এর হয়ে লেফট ব্যাক হিসেবে খেলেন।

আলেহান্দ্রো বালদে
স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৯ সালের অক্টোবর মাসে বালদে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেহান্দ্রো বালদে মার্তিনেজ[1]
জন্ম (2003-10-18) ১৮ অক্টোবর ২০০৩[1]
জন্ম স্থান বার্সেলোনা, স্পেন
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা আতলেতিক
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
২০০৭–২০০৯ সান্ত গাব্রিয়েল
২০০৯–২০১১ এস্পানিওল
২০১১–২০২১ বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– বার্সেলোনা আতলেতিক ৩০ (০)
২০২১– বার্সেলোনা (০)
জাতীয় দল
২০১৯ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০১৯–২০২০ স্পেন অনূর্ধ্ব-১৭ (০)
২০১৯– স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০২১ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ সেপ্টেম্বের ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

বালদের ফুটবলার জীবনের হাতেখড়ি হয় স্থানীয় ক্লাব সান্ত গ্রাবিয়েল এ। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে এস্পানিওলবার্সেলোনার যুব প্রকল্পে যুক্ত হন। ২০২০ সালে বার্সেলোনা আতলেতিক এর হয়ে বালদের পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০২১-২২ মৌসুমের শুরু থেকেই তিনি বিভিন্ন সময়ে বার্সেলোনা মূল দলের সাথে যুক্ত ছিলেন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর তার বার্সেলোনা দলে অভিষেক হয়।

বালদে স্পেনের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।

পরিসংখ্যান

ক্লাব

৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
ক্লাব মৌসুম লিগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলAউপস্থিতিগোলউপস্থিতিগোল
বার্সেলোনা আতলেতিক ২০২০–২১ ১৫১৬
২০২১–২২ ১৪১৪
মোট ২৯৩০
বার্সেলোনা ২০২১–২২
২০২২–২৩
মোট ১০
সর্বমোট ৩৭৪০

তথ্যসূত্র

  1. "Alejandro Balde Martínez" (ইংরেজি ভাষায়)। FC Barcelona। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১
  2. "Alejandro Balde"www.fcbarcelona.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬
  3. সকারওয়েতে আলেহান্দ্রো বালদে (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.