আলেস বিয়ালিয়াৎস্কি

আলেস ভিক্তারাভিচ বিয়ালিয়াৎস্কি (বেলারুশীয়: Алесь Віктаравіч Бяляцкі; জন্ম ২৫শে সেপ্টেম্বর ১৯৬২) একজন বেলারুশীয় গণতন্ত্রকামী আন্দোলনকর্মী ও বিবেকের বন্দী, যিনি ভিয়াসনা মানবাধিকার কেন্দ্রের সাথে তাঁর কাজের জন্য পরিচিত। ১৯৮০-র দশক থেকে বেলারুশীয় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আন্দোলনকর্মী বিয়ালিয়াৎস্কি ভিয়াসনা ও বেলারুশীয় জনফ্রন্টের একজন প্রতিষ্ঠাতা। তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত শেষোক্তটির নেতা ছিলেন। এছাড়া তিনি বেলারুশীয় বিরোধী দলসমূহের সমন্বয় পরিষদের একজন সদস্য। মার্কিন দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস তাঁকে "পূর্ব ইউরোপে মানবাধিকার আন্দোলনের একটি স্তম্ভ" হিসেবে আখ্যা দেয়।

আলেস বিয়ালিয়াৎস্কি
Алесь Бяляцкі
Bialiatski in 2011
জন্ম (1962-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৬২
ভিয়ারৎসিলিয়া, কারেলিয়ান স্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, রুশ সোভিয়েত সংঘীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন (বর্তমান কারেলিয়া প্রজাতন্ত্র, রাশিয়া)
অন্যান্য নাম
  • Ales Bialacki
  • Ales Byalyatski
  • Aleś Bialacki
  • Alies Bialiacki
  • Aliaksandr Bialiatski
শিক্ষাGomel State University (BA)
নিয়োগকারীভিয়াসনা মানবাধিকার কেন্দ্র
দাম্পত্য সঙ্গীনাতালিয়া পিনচুক
পুরস্কার

বেলারুশে মানবাধিকারের প্রতিরক্ষায় অংশ নেবার জন্য বিয়ালিয়াৎস্কি বহুসংখ্যক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। ২০২০ সালে তিনি রাইট লাইভলিহুড পুরস্কার লাভ করেন, যা বিকল্প নোবেল পুরস্কার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। ২০২২ সালে মেমোরিয়াল বিদ্বৎসমাজ ও ইউক্রেনের নাগরিক স্বাধীনতা কেন্দ্র সংগঠন দুইটির সাথে তিনি যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।[1]

বিয়ালিয়াৎস্কিকে এ পর্যন্ত ২০১১ থেকে ২০১৪ এবং ২০২১ সাল থেকে অদ্যাবধি মোট দুইবার কারাবন্দী করা হয়েছে। দুইবারই কর এড়ানোর দায়ে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। বিয়ালিয়াৎস্কি ও অন্যান্য মানবাধিকার আন্দোলনকর্মীরা এই অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

তথ্যসূত্র

  1. "The Nobel Peace Prize 2022"NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২

বহিঃসংযোগ

  • Belarusian Human Rights House Network
  • Nobelprize.org-এ আলেস বিয়ালিয়াৎস্কি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.