আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ
আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ (২৫ জুন, ১৯২৮ - ২৯ মার্চ, ২০১৭) একজন সোভিয়েত এবং রাশিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যার প্রধান অবদান কনডেন্সড ম্যাটার ফিজিক্সে। তিনি ২০০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ | |
---|---|
![]() | |
জন্ম | আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ ২৫ জুন ১৯২৮ |
মৃত্যু | ২৯ মার্চ ২০১৭ ৮৮) পালো আল্টো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | রাশিয়ান |
মাতৃশিক্ষায়তন | মস্কো স্টেট ইউনিভার্সিটি ইউএসএসআর অ্যাকাডেমি অব সায়েন্সেস |
পরিচিতির কারণ | কনডেন্সড ম্যাটার ফিজিক্স |
দাম্পত্য সঙ্গী | Svetlana Yuriyevna Bunkova (m. 1977; 3 children) |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ল্যান্ডাউ ইন্সটিটিউট ফর থিওরেটিক্যাল ফিজিক্স মস্কো স্টেট ইউনিভার্সিটি মস্কো ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি আর্গোন ন্যাশনাল ল্যাবরেটরী |
টীকা | |
He is the son of the physician Alexei Ivanovich Abrikosov |
জীবনী
আব্রিকোসোভ ১৯২৮ সালের ২৫ জুন মস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হন। ১৯৪৮ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ইউএসএসআর অ্যাকাডেমি অব সায়েন্সেস এর ইন্সটিটিউট ফর ফিজিক্যাল প্রবলেমস এ কর্মরত ছিলেন। তিনি এখানে ১৯৫১ সালে পিএইচডি এবং ১৯৫৫ সালে ডক্টর অব ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সেস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ল্যান্ডাউ ইন্সটিটিউট ফর থিওরেটিক্যাল ফিজিক্স এ কর্মরত ছিলেন। তিনি ১৯৬৫ সাল থেকে মস্কো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.