আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।[1] তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র ট্রাস্টি বোর্ডের মহাসচিব ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) পরামর্শক।[2][3][4]
আলী ইমাম মজুমদার | |
---|---|
মন্ত্রিপরিষদ সচিব | |
কাজের মেয়াদ ৬ ডিসেম্বর ২০০৬ – ২৭ নভেম্বর ২০০৮ | |
পূর্বসূরী | আবু সোলায়মান চৌধুরী |
উত্তরসূরী | এম আবদুল আজিজ |
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০০৪ – ৮ নভেম্বর ২০০৪ | |
পূর্বসূরী | এম নুরুন্নবী |
উত্তরসূরী | শফিকুল ইসলাম |
টিআইবির মহাসচিব | |
কাজের মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২০ – চলমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫০ কুমিল্লা |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
প্রারম্ভিক জীবন
আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।[5]
কর্মজীবন
আলী ইমাম মজুমদার ১৯৭৭ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন।[6][7]
তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[3][8]
তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব সেবে দায়িত্ব পালন করেন।[1][4]
তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র ট্রাস্টি বোর্ডের ২০১৬ সাল থেকে সদস্য ও ২০২০ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[3] বর্তমানে তিনি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছেন।[8]
তথ্যসূত্র
- "মন্ত্রিপরিষদ সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- নিজস্ব প্রতিবেদক (২০ ফেব্রুয়ারি ২০২০)। "টিআইবির নতুন চেয়ারপারসন ড. পারভীন হাসান"। দৈনিক অধিকার। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- "সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন"। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ২৭ অক্টোবর ২০১৬। ২০২০-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- "শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- "বিচারহীনতাই কর্মকর্তাদের ওপর হামলা উৎসাহিত করছে"। দৈনিক দেশ রূপান্তর। ১১ সেপ্টেম্বর ২০২০। ২০২০-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- পাভেল হায়দার চৌধুরী (৯ ফেব্রুয়ারি ২০১৭)। "তালিকায় থেকেও যে কারণে সিইসি হতে পারেননি আলী ইমাম মজুমদার"। বাংলা ট্রিবিউন। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- "এবারও বাদ পড়লেন আলী ইমাম মজুমদার"। এনটিভি। ৭ ফেব্রুয়ারি ২০১৭। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- এম এ রহমান (২৭ অক্টোবর ২০১৬)। "টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন আলী ইমাম মজুমদার"। রাইজিংবিডি.কম। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।