আলী আকবর (দ্ব্যর্থতা নিরসন)

আলী আকবর হিসাবে উল্লেখ করতে পারেন:

নাম

  • আলী আকবর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
  • আলী আকবর (শিক্ষাবিদ) (জন্ম ১৯৫০), বাংলাদেশী একাডেমিক।
  • আলী আকবর (রাজনীতিবিদ), বাংলাদেশের দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
  • আলী আকবর (লেখক) (জন্ম ১৯৭৮), বা আলকবার আলিয়াঘা ওগলু আলিয়েভ, আজারবাইজানীয় লেখক এবং সাংবাদিক
  • আলী আকবর (পরিচালক), ভারতীয় চলচ্চিত্রের গীতিকার, চিত্রনাট্যকার ও পরিচালক

আরও দেখুন

  • আলী আল-আকবর ইবনে হুসেন (৬৬৪-৬৮০), তৃতীয় শিয়া ইমামের পুত্র, হোসেন ইবনে আলী এবং উম্মে লায়লা
  • আলী ইকবার আইসেক (১৯৩৫-২০০৬), তুর্কি সংগীতশিল্পী
  • আলী-আকবর দাওয়ার (১৮৮৫-১৯৩৭), ইরানি প্রসিকিউটর
  • আলী-আকবর মৌসভী খোইনি, ইরানের মানবাধিকারকর্মী
  • 'আলী আকবর খাতা'ই, চীনের একটি বইয়ের লেখক ১৫১৬ সালে সম্পূর্ণ করেছিলেন
  • আলী আকবর মুরাদী (জন্ম ১৯৫৭), ইরানি-কুর্দিশ সুরকার এবং সুরকার
  • আলী আকবর নাতেঘ-নুরি (জন্ম ১৯৪৪), ইরানি রাজনীতিবিদ
  • আলী আকবর সাদেহি (জন্ম ১৯৩৭), ইরানি শিল্পী
  • আলী-আকবর শাহনাজী (১৮৯৭–১৯৮৫), ইরানি সংগীতশিল্পী
  • আলী আকবর ভেলায়েতি (জন্ম ১৯৪৫), ইরানি রাজনীতিবিদ
  • চৌধুরী আলী আকবর খান, পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের চতুর্থ জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
  • আলী আকবর খাঁ, বাংলাদেশী সুরকার।
  • আলী আকবর সালেহি, ইরানি রাজনীতিবিদ।
  • আলী আকবর আকন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা।
  • আলী আকবর রুপু, বাংলাদেশী সুরকার।

জায়গা

  • আলী আকবরলু, পূর্ব আজারবাইজান, ইরান
  • আলী আকবর, কেরমানশাহ, ইরান
  • আলী আকবর, খুজেস্তান, ইরান
  • আলী আকবর ডেইল ইউনিয়ন, বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.