আলীনগর ইউনিয়ন, কমলগঞ্জ
আলীনগর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
আলীনগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() আলীনগর ![]() ![]() আলীনগর | |
স্থানাঙ্ক: ২৪°২০′১৭.০০২″ উত্তর ৯১°৫৩′১০.০০০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কমলগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩,৭৩২ হেক্টর (৯,২২৩ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৯,১১১ |
• জনঘনত্ব | ৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ১৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
পাহাড়ের অরন্যের প্রাকৃতিক নয়নাভিরাম চা বাগানের ঘেরা আলীনগর কমলগঞ্জ উপজেলার ঐতিহ্য সমৃদ্ধ ইউনিয়ন। মনিপুরি তাঁত শিল্প, পান পুঞ্জি, কুটির শিল্প, মৃত ও কারু শিল্প, বাস ও বেতের তৈরী আসবাবপত্র, বিভিন্ন রকমের পাটি তৈরী, ইত্যাদি স্ব-স্ব ঐতিহ্যে রয়েছে। [1][2] উল্লেখ্য যে, ১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে আলীনগর ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়।
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ৩৭.৩৪ বর্গ কি:মি:। জনসংখ্যা- ২৯,১১১জন (২০১১ সালের আদমশুমারী অনুসারে)। [1]
গ্রাম সমূহ
চিতলীয়া,যোগীবিল,জাঙ্গালীয়া, আলীনগর, গকুলনগর,কামুদপুর,জালালীয়া,রানীবাজার,কালীপুর।[1]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার: ৯০.১% [1]
শিক্ষা প্রতিষ্ঠান:[1]
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৮টি
- উচ্চবিদ্যালয়- ২টি নিম্নমাধ্যমিক(চিতলীয়া ও কামদপুর)-১টি (জুনিয়রস্কুল ১টি)(জাংগালীয়া)
- মাদ্রাসা- ১টি(চিতলীয়া)
ভাষা ও সংস্কৃতি
মনিপুরীদের ভাষা | মনিপুরী |
চা বাগানের ভাষা | হিন্দি, বাংলা |
অন্যান্য ভাষা | বাংলা, ইংরেজি |
খাসিয়া পুঞ্জির লোকদের ভাষা | খাসিয়া |
মনিপুরী সংস্কৃতি। ধর্মীয় পূজা, রাস উৎসব, অন্যান্য আচার-অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ।
দর্শনীয় স্থান
- আলীনগর চা বাগান
- সুনছড়া চা বাগান
- কামারছড়া চা বাগান
- হরিনারায়ণ দিঘী
হাট-বাজার
সংখ্যা- ৪টি
তথ্যসূত্র
- "এক নজরে আলীনগর"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ জুন ২০১৯। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
- "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ এপ্রিল ২০১৫। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
- বাংলাপিডিয়ায় কমলগঞ্জ উপজেলা
- আলীনগর ইউনিয়ন- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন