আলীকদম সেনানিবাস
আলীকদম সেনানিবাস বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত একটি সেনানিবাস।[1] এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেড, পদাতিক ব্যাটালিয়ন ৩৯ বীর এবং আলীকদম সেনা জোন এর সদরদপ্তর অবস্থিত।[2]
আলীকদম সেনানিবাস | |
---|---|
আলীকদম, বান্দরবান | |
ধরন | সেনানিবাস |
সাইটের তথ্য | |
নিয়ন্ত্রন করে | বাংলাদেশ সেনাবাহিনী |
রক্ষীসেনা তথ্য | |
বর্তমান কমান্ডার | ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, পিএসসি লে. কর্নেল মজনুর রহমান, পিএসসি |
এটি পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবস্থিত অনেকগুলো সেনানিবাসের অন্যতম। এই সেনানিবাসস্থ ইউনিটগুলো কক্সবাজারের রামু সেনানিবাসস্থ ১০ম পদাতিক ডিভিশন (বাংলাদেশ) কমান্ডের অধীন। [3] আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার হিসাবে দায়িত্বরত আছেন লে. কর্নেল মজনুর রহমান, পিএসসি এবং ৯৭ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, পিএসসি। [4]
শিক্ষা প্রতিষ্ঠান
আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ[5]
আরও দেখুন
তথ্যসূত্র
- "Cantonment Locations"। বাংলাদেশ সেনাবাহিনী। ২০১৫-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১।
- "Militarisation in CHT"। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ২০১৪-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১।
- Humphreys, Phil (২০১৩-১২-০৬)। "Peace in our time?"। ঢাকা ট্রিবিউন। ঢাকা। ২০১৫-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১।
- "আলীকদমে ৬ লক্ষ টাকায় মুক্ত দুই ব্যবসায়ী"। Daily Purbokone। চট্টগ্রাম। ২০১৫-০১-২০। ২০১৫-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.