আলিপুরদুয়ার মহকুমা

আলিপুরদুয়ার মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত একটি মহকুমা

আলিপুরদুয়ার মহকুমা
মহকুমা
আলিপুরদুয়ার মহকুমা
আলিপুরদুয়ার মহকুমা
পশ্চিমবঙ্গের মানচিত্রে আলিপুরদুয়ার মহকুমার অবস্থান
স্থানাঙ্ক: ২৬.৪৮৯° উত্তর ৮৯.৫২৭° পূর্ব / 26.489; 89.527
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাআলিপুরদুয়ার
সদরআলিপুরদুয়ার
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
ওয়েবসাইটhttp://alipurduar.gov.in/

ভূগোল

প্রশাসনিক বিভাগ

আলিপুরদুয়ার মহকুমা ৮টি থানা, ৬টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৬টি পঞ্চায়েত সমিতি, ৬৬টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৮টি মৌজা, ৩৩৭টি জনবসতিপূর্ণ গ্রাম, ১টি পৌরসভা ও ২০টি জনগণনা নগর নিয়ে গঠিত। মহকুমার অন্তর্গত একমাত্র পৌরসভাটি হল আলিপুরদুয়ার এবং জনগণনা নগরগুলি হল শিশুঝুমরা, উত্তর মাদারিহাট, জয়গাঁও, মেচিয়াবস্তি, উত্তর সাতালি, উত্তর লতাবাড়ি, জাগিঝোরা বরাবক, জটেশ্বর, পরানগড়পার, ফালাকাটা, পশ্চিম জিৎপুর, চেচাখাতা, আলিপুরদুয়ার রেলওয়ে জংশন, ভোলার ডাবরি, বীরপাড়া, শামুকতলা, শোভাগঞ্জ, লস্করপাড়া, দক্ষিণ রামপুর ও উত্তর কামাখ্যাগুড়ি। মহকুমার সদর আলিপুরদুয়ারে অবস্থিত।[1][2]

সমষ্টি উন্নয়ন ব্লক

আলিপুরদুয়ার মহকুমার অধীনস্থ সমষ্টি উন্নয়ন ব্লকগুলি হল:[1][3][4]

সমষ্টি উন্নয়ন ব্লকসদরআয়তন
কিমি
জনসংখ্যা
(২০১১)
তফসিলি জাতি %তফসিলি
উপজাতি
 %
সাক্ষরতা
 %
জনগণনা
নগর
কুমারগ্রামকুমারগ্রাম৫১৭.৬৮১৯৯,৬০৯৩৫.৭৮৩০.০০৭২.৪৮
ফালাকাটাফালাকাটা৩৫৩.৯৩২৯০,৭২২৪০.৬৯১৫.৯২৭২.৭৪
মাদারিহাট-বীরপাড়ামাদারিহাট৩৭৬.৭৫২০২,০২৬১৪.২৬৩৮.৭৬৬৭.৭৭
কালচিনিকালচিনি৭১১.৬১২৯৮,৪৫৮১০.১০৪০.৩০৬৮.৯৬
আলিপুরদুয়ার ১পাচকালগুড়ি৩৭৮.৫৯২১৬,৯৩১৪৮.৪১১৬.৮৭৭৬.১৯
আলিপুরদুয়ার ২যশোডাঙা৩১৮.৯২২১৮,২৭২৪১.৮১১৮.৪৪৭৫.৭৬

থানা

আলিপুরদুয়ার মহকুমার অন্তর্গত থানাগুলির বিবরণ নিচে দেওয়া হল:[1][5]

থানাআয়তন (বর্গ কিলোমিটারে)পৌরসভাসমষ্টি উন্নয়ন ব্লক
কুমারগ্রাম--কুমারগ্রাম
ফালাকাটা--ফালাকাটা
মাদারিহাট--মাদারিহাট-বীরপাড়া
বীরপাড়া--মাদারিহাট-বীরপাড়া
কালচিনি--কালচিনি
জয়গাঁ--কালচিনি
আলিপুরদুয়ার-আলিপুরদুয়ারআলিপুরদুয়ার ২
শামুকতলা--আলিপুরদুয়ার ২

গ্রাম পঞ্চায়েত

আলিপুরদুয়ার মহকুমার ৬টি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে মোট ৬৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে:[6]

  • মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক ১০টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বান্দাপানি, হান্তাপাড়া, মাদারিহাট, টোটোপাড়া বল্লালগুড়ি, বীরপাড়া-১, খয়ারবাড়ি, রঙ্গালিবাজনা, বীরপাড়া-২, লঙ্কাপাড়া ও শিশুজুমড়া।
  • আলিপুরদুয়ার ১ সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বঞ্চুকামারি, পারোরপারশালকুমার-১, বিবেকানন্দ-১, চাকোয়াখেতি, পাতলাখাওয়া, শালকুমার-২, বিবেকানন্দ-২, মথুরা, পূর্ব কাঁঠালবাড়ি ও তপসিখাটা।
  • আলিপুরদুয়ার ২ সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: চাপোরের পার-১, মহাকালগুড়ি, শামুকতলা, তুরতুরি, চাপোরের পার-২, মাঝেরডাবরি, টাটপাড়া-১, ভাটিবাড়ি, কোহিনুর, পারোকাটা ও টাটপাড়া-২।
  • ফালাকাটা সমষ্টি উন্নয়ন ব্লক ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: দলগাঁ, ধনীরামপুর-২, গুয়াবারনগর, ময়রাডাঙা, দেওগাঁ, ফালাকাটা-১, জটেশ্বর-১, পারাঙের পার, ধনীরামপুর-১, ফালাকাটা-১, জটেশ্বর-২ ও শালকুমার।
  • কালচিনি সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: জয়গাঁ-১, জয়গাঁ-২, দলশিংপাড়া, মলঙ্গি, সাতালি, মেন্দাবাড়ি, লাটাবাড়ি, চুয়াপাড়া, কালচিনি, গারোপাড়া ও রাজাভাতখাওয়া
  • কুমারগ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: চেঙ্গামারি, খোয়াড়ডাঙা-১, নিউল্যান্ড কুমারগ্রাম সঙ্কোশ, তুরতুরিখণ্ড, কামাখ্যাগুড়ি-১, খোয়াড়ডাঙা-২, ভলকা বরবিসা-১, কামাখ্যাগুড়ি-২, কুমারগ্রাম, রায়ডাক, ভলকা বরবিসা-২।

শিক্ষাব্যবস্থা

স্বাস্থ্য পরিষেবা

আলিপুরদুয়ার মহকুমার স্বাস্থ্য পরিষেবার চিত্রটি নিম্নরূপ:

হাসপাতাল: (নাম, অবস্থান, শয্যাসংখ্যা)[23]

  • আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল, আলিপুরদুয়ার পৌরসভা, ২৫০টি শয্যা
  • আলিপুরদুয়ার সংশোধনাগার হাসপাতাল, আলিপুরদুয়ার, ৯টি শয্যা
  • আলিপুরদুয়ার রেল হাসপাতাল, আলিপুরদুয়ার, ১১১টি শয্যা
  • বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল, বীরপাড়া, ১০০টি শয্যা
  • রাজাভাতখাওয়া রেল হাসপাতাল, রাজাভাতখাওয়া, কালচিনি সমষ্টি উন্নয়ন ব্লক, ২টি শয্যা

গ্রামীণ হাসপাতাল: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা) [24]

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: (সমষ্টি উন্নয়ন ব্লক-অনুযায়ী) (সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা)[25]

তথ্যসূত্র

  1. "District Statistical Handbook 2014 Jalpaiguri"Tables 2.2, 2.4b। Department of Planning and Statistics, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  2. "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"Jalpaiguri। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  3. "CD block Wise Primary Census Abstract Data"2011 census: West Bengal – District-wise CD blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  4. "District Census Handbook, Jalpaiguri, Series 20, Part XIIA" (পিডিএফ)Census of India 2011, Fifth page, map of Jalpaiguri district। Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  5. "Search a Police Station"। Alipurduar Police। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০
  6. "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"Bankura – Revised in March 2008। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  7. "Alipurduar University"। AU। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১
  8. "Alipurduar College"। APDC। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  9. "Alipurduar College"। College Admission। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  10. "Alipurduar Mahavidyalaya"। AMV। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  11. "Vivekananda College"। VCAPD। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  12. "Vivekananda College"। College Admission। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  13. "Lilabati Mahavidyalaya"। LM। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  14. "Falakata College"। FC। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  15. "Falakata College"। College Admission। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  16. "Saheed Kshudiram College"। SKC। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  17. "Saheed Kshudiram College"। College Admission। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  18. "Nani Bhattacharya Smarak Mahavidyalaya"। NBSM। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  19. "Nani Bhattachaya Smarak Mahavidyalaya"। College Admission। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  20. "Pijush Kanti Mukherjee Mahavidyalaya"। PKMV। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  21. "Birpara College"। BC। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  22. "Samuktala Sidhu Kanhu College"। SSKC। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  23. "Health & Family Welfare Department" (পিডিএফ)Health Statistics - Hospitals। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  24. "Health & Family Welfare Department" (পিডিএফ)Health Statistics – Rural Hospitals। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  25. "Health & Family Welfare Department" (পিডিএফ)Health Statistics – Primary Health Centres। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০

টেমপ্লেট:আলিপুরদুয়ার জেলার শহর ও অন্যান্য অঞ্চল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.