আলাদীন'স পার্ক
আলাদীন'স-পার্ক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত।[1][2]
আলাদীন'স-পার্ক | |
---|---|
ধরন | বিনোদন উদ্যান |
অবস্থান | এনায়েতপুর ইউনিয়ন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ |
স্থানাঙ্ক | ২৪.৫০৮৩১৩° উত্তর ৯০.২৪২৫৬৩° পূর্ব |
আয়তন | ২৫ একর (১০.১২ হেক্টর) |
নির্মিত | ২০০০ |
প্রতিষ্ঠাতা | আলাউদ্দীন |
অবস্থা | চলমান |
সংক্ষিপ্ত বর্ণনা
ময়মনসিংহ জেলার একমাত্র বিনোদনকেন্দ্র আলাদিনস্ পার্ক ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত যা ময়মনসিংহ জেলা থেকে প্রায় ৪৫ কিঃ মিঃ এবং ফুলবাড়ীয়া সদর থেকে প্রায় ২৫ কিঃ মিঃ দূরে এনায়েতপুর ইউনিয়নে অবস্থিত। এর আয়তন ২৫ একর। পার্কটিতে প্রায় ১০ টি বিভিন্ন প্রকারের রাইড রয়েছে। এখানে উন্নতমানের ওয়াটার রাইড ও সুইমিং পুল রয়েছে। এর ভিতরে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে। এটি একটি ময়মনসিংহের পিকনিক স্পট।
তথ্যসূত্র
- "সৌন্দর্যের লীলাভূমি ফুলবাড়িয়া'র আলাদিনস পার্ক"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৪।
- "একদিনে ঘুরে আসুন ফুলবাড়ীয়ার গ্রামীণ পর্যটন স্পটগুলো"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৪।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে আলাদীন'স পার্ক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.