আলাদিন (১৯৯২-এর ডিজনি চলচ্চিত্র)
আলাদিন (ইংরেজি: Aladdin) হল ১৯৯২ সালে ওয়াল্ট ডিজনি ফিচার এনিমেশন নির্মিত এবং ওয়াল্ট ডিজনি পিকচার্স দ্বারা মুক্তিপ্রাপ্ত একটি এনিমেটেড গীতিনির্ভর, কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্র। এটি ওয়াল্ট ডিজনি এনিমেটেড ক্লাসিক সিরিজের ৩১তম এনিমেটেড সিরিজ এবং ডিজনি রেনেঁসা নামে খ্যাত ডিজনি চলচ্চিত্র যুগ-এর অংশ। জন মাস্কার ও রন ক্লিমেন্টস পরিচালিত এই ছবিটি আরব্য রজনীর আলাদিন ও তার যাদুর চেরাগ নামক উঁপকথার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
আলাদিন (Aladdin) | |
---|---|
পরিচালক | রন ক্লেমেন্টস জন মুসকার |
প্রযোজক | রন ক্লেমেন্টস জন মুসকার |
রচয়িতা | রন ক্লেমেন্টস জন মুসকার টেড ইলিয়ট টেরি রোজিও |
শ্রেষ্ঠাংশে | স্কট উইংগার জনাথন ফ্রিম্যান রবিন উইলিয়ামস লিন্ডা লারকিন ফ্রাঙ্ক ওয়েলকার গিলবার্ট গটফ্রিড ডগলাস সিলে |
বর্ণনাকারী | রবিন উইলিয়ামস |
সুরকার | অ্যালেন ম্যানকিন |
সম্পাদক | মার্ক এ হেস্টার এইচ. লি পিচারসন |
প্রযোজনা কোম্পানি | ওয়াল্ট ডিজনি পিকচার ওয়াল্ট ডিজনি পিকচার অ্যানিমেশন |
পরিবেশক | Buena Vista Pictures |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯০ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ২ কোটি ৮০ লাখ ডলার[1] |
আয় | ৫০,৪০,৫০,২১৯ ডলার[1] |
১৯৯২ সালের ২৫শে নভেম্বর মুক্তির পর চলচ্চিত্রটি ইতিবাচক মুল্যায়ন পায় এবং শুধু যুক্তরাষ্ট্র থেকে ২১.৭ কোটি ডলার এবং বিশ্বের অন্যান্য স্থান থেকে ৫০.৪ কোটি ডলার আয় করার মাধ্যমে ১৯৯২ সালের সবচেয়ে ব্যাবসাসফল ছবিতে পরিণত হয়। এটি বেশ কিছু পুরস্কার লাভ করে, যার অধিকাংশই পায় এর গানগুলোর জন্য। পরবর্তীতে নির্মিত এর দুটি সিকুয়্যাল দ্য রিটার্ন টু জাফর ও আলাদিন এন্ড দ্য কিং অফ থিভস্ থিয়েটারে মুক্তির দশ বছর পর ২০০৫ সালে সরাসরি ডিভিডিতে মুক্তি পায়, একটি ধারাবাহিক টেলিভিশন সিরিজ নির্মিত হয় এবং এই ছবিকে ভিত্তি করে নির্মিত খেলনা, ভিডিও গেম, ডিজনি বিক্রয়পণ্য বাজারে ছাড়া হয়।
অভিনয় এবং চরিত্রসমূহ
- স্কট ওয়েঙ্গার - আলাদিন চরিত্রে
- রবিন উইলিয়ামস - জিনি ও সওদাগর চরিত্রে
- জনাথান ফ্রিম্যান - জাফর চরিত্রে
- লিনডা লারকিন - রাজকন্যা জেসমিন চরিত্রে
- ফ্র্যাংক ওয়েকার - আবু চরিত্রে
- গিলবার্ট গডফ্রিট - লেগু চরিত্রে
- ডগলাস সিয়ালে - সুলতান চরিত্রে
- জিম কামিংস - রাজোউল চরিত্রে
- ব্রুস অ্যাডলার - সওদাগরের গানের কণ্ঠে
- জাদুর কার্পেট
- চার্লি অ্যাডলার - গাযিম চরিত্রে
- হল স্মিথ - জাফরের ঘোড়া
তথ্যসূত্র
- "Aladdin box office info"। Box Office Mojo। ১৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০০৯।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আলাদিন (ইংরেজি)
- অলমুভিতে আলাদিন (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে আলাদিন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে আলাদিন (ইংরেজি)