আলাইয়ারপুর ইউনিয়ন
আলাইয়ারপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আলাইয়ারপুর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ | |
আলাইয়ারপুর আলাইয়ারপুর | |
স্থানাঙ্ক: ২২°৫৫′১৫″ উত্তর ৯১°০′২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | বেগমগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৫.৮০ বর্গকিমি (৬.১০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৩,৭৯১ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৩১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
আলাইয়ারপুর ইউনিয়নের আয়তন ১৫.৮০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলাইয়ারপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৭৯১ জন।
অবস্থান ও সীমানা
বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাংশে আলাইয়ারপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আমানউল্যাপুর ইউনিয়ন, পূর্বে জিরতলী ইউনিয়ন, দক্ষিণে ছয়ানী ইউনিয়ন এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
আলাইয়ারপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আলাইয়ারপুর
- আমানউল্যাপুর
- আত্মারামপুর
- বাহাদুরপুর
- বালু চর
- চর মেহেদী
- বড় নেওয়াজপুর
- ভবভদ্রী
- ছাওপল্লী
- দেবধীপুর
- ধীতপুর
- দোয়ালিয়া বাজার
- একাব্বরপুর
- এনায়েত নগর
- হরিবল্লভপুর
- জগদীশপুর
- কোরেশপুর
- ছোট কালিকাপুর
- ছোট সোনাইমুড়ী
- মাসাকপুর
- মোলায়েমপুর
- নারায়ণপুর
- দক্ষিণ অভিরামপুর
- দমনপুর
- দক্ষিণ হিরাপুর
- দক্ষিণ কুতুবপুর
- দক্ষিণ মিয়াপুর
- দক্ষিণ রামপুর
- সুজায়েতপুর
- সুলতানপুর
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলাইয়ারপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৭.৬%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
মাধ্যমিক বিদ্যালয়[2]
- বালুচরা ইব্রাহিম মিঞা উচ্চ বিদ্যালয়
- বি. এস. মেমোরিয়াল একাডেমী
প্রাথমিক বিদ্যালয়[3]
- দক্ষিণ মিয়াপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধীতপুর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- একাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দোয়ালিয়া বাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুচরা সমাজকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
== উল্লেখযোগ্য ব্যক্তি == কাজি মাওলানা জয়নুল আবেদিন কাজি ৪নং আলাইয়ার পুর ইউনিয়ন
যোগাযোগ ব্যবস্থা
বেগমগঞ্জ উপজেলা থেকে সিএনজি, অটোরিকশা যোগে সহজেই আলাইয়ারপুর ইউনিয়ন কমপ্লেক্সে আসা যায়।
দর্শনীয় স্থান
- ডাক তার বাড়ি দরজা জামে মসজিদ
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ গিয়াস উদ্দিন | চেয়ারম্যান | |
মোঃ কামরুল হাসান | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ সাইফুল ইসলাম | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোফাচ্ছের হোসেন মুসু | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মোঃ ইয়াছিন আরাফাত | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
আবদুল কাদের | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
আবদুল কাদের | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ ইকবাল হোসেন | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোঃ মোরশেদ আলম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
ওসমান গনি | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
শিল্পী আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
ফাতেমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
মনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
তথ্যসূত্র
- "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "মাধ্যমিক বিদ্যালয়, আমানউল্যাপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২।
- "প্রাথমিক বিদ্যালয়সমূহ, আলাইয়ারপুর ইউনিয়ন"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "হাট-বাজারের তালিকা, আলাইয়ারপুর ইউনিয়ন"। alyearpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।