আলবেনিয়ার কাউন্টিসমূহ
আলবেনিয়া ১২টি কাউন্টিতে বিভক্ত। এগুলিকে স্থানীয় আলবেনীয় ভাষায় কিয়ার্কু (Qarku) বা প্রেফেক্তুরা (prefektura) বলে। প্রতিটি কাউন্টি অনেকগুলি জেলা নিয়ে গঠিত।
কাউন্টি | রাজধানী | জেলাসমূহ | |
---|---|---|---|
১. | বেরাত | বেরাত | বেরাত, কুচভ্য, স্ক্রাপার |
২. | দিবর | পেশকোপি | বুলকিজ্য, দিবর, মাত |
৩. | দুরস | দুরস | দুরস, ক্রুয়্য |
৪. | এলবাসান | এলবাসান | এলবাসান, গ্রাম্শ, লিব্রাজ্দ, পেকিন |
৫. | ফিয়ের | ফিয়ের | ফিয়ের, লুশ্নিয়্য, মাল্লাকাস্তর |
৬. | জিরোকাস্তর | জিরোকাস্তর | জিরোকাস্তর, পর্মেত, তেপেলেন্য |
৭. | কোর্চ্য | কোর্চ্য | দেভোল, কোলোনিয়্য, কোর্চ্য, পোগ্রাদেক |
৮. | কুকস | কুকস | হাস, কুকস, ত্রোপোয়্য |
৯. | লেজ্য | লেজ্য | কুর্বিন, লেজ্য, মির্দিত্য |
১০. | শ্কোদর | শ্কোদর | মালসি এ মাধে, পুক্য, শ্কোদর |
১১. | তিরানা | তিরানা | কাভায়্য, তিরানা |
১২. | ভ্লোর্য | ভ্লোর্য | দেলভিন্য, সারান্দ্য, ভ্লোর্য |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.