আলফ্রেড চো

আলফ্রেড য়ি চো বেল ল্যাব্‌স এর সেমিকন্ডাক্টর রিসার্চের অ্যাডজাঙ্কট ভাইস প্রেসিডেন্ট। তিনি মলিকুলার বীম এপিট্যাক্সি এর জনক হিসেবে পরিচিত। তিনি কোয়ন্টাম ক্যাসকেড লেজারস এর অন্যতম উদ্ভাবক।

আলফ্রেড য়ি চো
জন্ম (1937-07-10) ১০ জুলাই ১৯৩৭
জাতীয়তামার্কিন
পুরস্কারআইইই মেডেল অব অনার (১৯৯৪)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৩)
ইলিয়ট ক্রেসন মেডেল (১৯৯৫)
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (২০০৭)
National Inventors Hall of Fame
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহবেল ল্যাব্‌স

জীবনী

চো ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬০ সালে বিএস, ১৯৬১ সালে এমএস এবং ১৯৬৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [1]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.