আর৮৭০ (বাংলাদেশ)

বরিশাল-পিরোজপুর মহাসড়ক বা আর৮৭০ হলো বরিশাল বিভাগের মধ্যে অবস্থিত বাংলাদেশের একটি আঞ্চলিক মহাসড়ক। এটি বরিশালের শহরের রুপাতলি থেকে শুরু হয়ে পিরোজপুর জেলা শহর পর্যন্ত বিস্তৃত। এই সড়কের মাধ্যমে বরিশাল শহর, ঝালকাঠি, রাজাপুর উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং পিরোজপুরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। সড়কটি বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার মধ্য দিয়ে গেছে। বরিশাল প্রান্তে এটি জাতীয় মহাসড়ক এন৮ এর সাথে যুক্ত হয়েছে।

আঞ্চলিক সড়ক ৮৭০
বরিশাল-পিরোজপুর মহাসড়ক
পথের তথ্য
দৈর্ঘ্য৬৪ কিমি[1] (৪০ মা)
প্রধান সংযোগস্থল
বরিশাল প্রান্ত:রুপাতলি গোলচত্তর
প্রধান সংযোগস্থল
পিরোজপুর প্রান্ত:পিরোজপুর শহর
অবস্থান
জেলাসমূহবরিশাল, ঝালকাঠি, পিরোজপুর
প্রধান শহরবরিশাল
মহাসড়ক ব্যবস্থা
আর৮৬১ আর৮৮০

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "RHD Total Road List_22-07-2020.xlsx" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.