আর৫৭০ (বাংলাদেশ)
আর৫৭০ (আঞ্চলিক মহাসড়ক), হল বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত দক্ষিণ-উত্তরগামী একটি আঞ্চলিক মহাসড়ক, নীলফামারী জেলা শহরকে এন৫-এর সাথে সংযুক্ত করেছে। রাস্তাটি এন৫ থেকে নীলফামারী পর্যন্ত ১৫.৩৩ কিলোমিটার লম্বা এবং একটি দুই লেন বিশিষ্ট গুরুত্বপূর্ণ মহাসড়ক। ২০০১ সালে রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হিসাবে নকশা করা হয়।
আঞ্চলিক সড়ক ৫৭০ | ||||
---|---|---|---|---|
সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক | ||||
পথের তথ্য | ||||
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ১৫.৩৩ কিমি[1] (৯.৫৩ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
দক্ষিণ প্রান্ত: | এন৫ (ওয়াপদা মোড়) | |||
জেড৫০০৮ (দারোয়ানি) | ||||
উত্তর প্রান্ত: | জেড৫৭০৭ (নীলফামারী চৌরাস্তা) | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
রাস্তার বিবরণ
রাস্তাটি সৈয়দপুর শহরের ৩ কিলোমিটার উত্তরে, সৈয়দপু গ্যাস টার্বাইন বিদ্যুৎ কেন্দ্রের পাশে এন৫ (সৈয়দপুর বাইপাস) এর একটি সংযোস্থল থেকে শুরু হয়েছে।[1] এরপর রাস্তাটি উত্তরমুখী হয়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশদিয়ে এগিয়ে গেছে। আনুমানিক ২.৯ কিলোমিটার অতিক্রম করার পর টেলাপীর নামক স্থানে রাস্তাটি উত্তর-পশ্চিমে বাক নিয়ে কিছুদুর এগিয়ে গিয়ে আবার উত্তরমুখী হয়ে প্রায় ৬ কিলোমিটার পর উত্তরা ইপিজেড সংযোগ সড়কের সাথে সংযোগ স্থাপন করে। রাস্তাটি সমান্তরালভাবে আরও প্রায় ৩ কিলোমিটারের মধ্যে কয়েকটি বাজার অতিক্রম করার পর দারোয়ানী নামক স্থানে জেড ৫০০৮ এর সাথে সংযোগ স্থাপন করেছে। উত্তরমুখী হয়ে আর ৩ কিলোমিটার এগিয়ে নীলফামারী বাস টার্মিনাল ও তিস্তা সেচ প্রকল্পের সেচখাল অতিক্রম করে জেড ৫৭০৯-এর সাথে সংযোগ স্থাপন করে এবং উত্তর-পশ্চিমদিকে বাক নিয়ে নীলফামারী শহরের দিকে এগিয়ে যায়। এরপর রাস্তাটি নীলফামারী শহরের মধ্য বরাবর ডাকঘর ও সোনালী ব্যাংকের সামনে চৌরাস্তা সৃষ্টি করে শেষ হয়েছে।[2] এরপর রাস্তাটি জেলা সড়ক জেড ৫৭০৭ হিসাবে ডোমার ও ডিমলার দিকে এগিয়ে গেছে।
প্রধান সংযোগস্থলসমূহ
সম্পূর্ণ রাস্তাটি নীলফামারী জেলাতে অবস্থিত।
অবস্থান | মাইল | কি.মি. | গন্তব্য | টীকা |
---|---|---|---|---|
সৈয়দপুর উপজেলা | ০.০০ | ০.০০ | এন৫ (সৈয়দপুর) | |
নীলফামারী শহর |
তথ্যসূত্র
- "OnlineRoadNetwork R570"। সড়ক ও জনপথ অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
- RHD ROAD NETWORK, Nilphamari Division [সওজ সড়ক নেটওয়ার্ক, নীলফামারী বিভাগ] (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ অধিদপ্তর। ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
- সড়ক ও জনপথ বিভাগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুলাই ২০১৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট