আর্নে টিসেলিয়ুস
আর্নে টিসেলিয়ুস বা আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস (ইংরেজি: Arne Tiselius বা Arne Wilhelm Kaurin Tiselius) একজন সুইডিশ প্রাণরসায়নবিজ্ঞানী। তিনি ১৯৪৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
আর্নে টিসেলিয়ুস | |
---|---|
জন্ম | আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস ১০ আগস্ট ১৯০২ |
মৃত্যু | ২৯ অক্টোবর ১৯৭১ ৬৯) আপসালা, সুইডেন | (বয়স
জাতীয়তা | সুইডিশ |
মাতৃশিক্ষায়তন | উপসালা বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Electrophoresis |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৪৮) ফ্রাঙ্কলিন মেডেল (১৯৫৫) ফেলো অব দ্য রয়েল সোসাইটি (১৯৫৭)[1] |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | উপসালা বিশ্ববিদ্যালয় |
জীবনী
টিসেলিয়ুস ১৯০২ সালের ১০ অগাস্ট স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৫ সালে থিওডোর সভেডবার্গ এর ল্যাবরেটরীতে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। তিনি ১৯৩০ সালে ডক্টর'স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ইন্টারন্যাশোনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত নোবেল ফাউন্ডেশোনের বোর্ডের চেয়ারম্যানহিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
- দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1974.0018, এর পরিবর্তে দয়া করে
|doi=10.1098/rsbm.1974.0018
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.