আর্থার হার্ডেন
স্যার আর্থার হার্ডেন, FRS (১২ অক্টোবর ১৮৬৫ - ১৭ জুন ১৯৪০) ছিলেন একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। তিনি ১৯২৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।। তিনি বায়োকেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ২৫ বছর ধরে এর জার্নালের সম্পাদক ছিলেন।
স্যার আর্থার হার্ডেন | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ১৭ জুন ১৯৪০ ৭৪) বাকিংহামশায়ার, ইংল্যান্ড | (বয়স
জাতীয়তা | যুক্তরাজ্য |
মাতৃশিক্ষায়তন | ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এমএসসি, University of Erlangen PhD |
পরিচিতির কারণ | the chemistry of the yeast cell |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯২৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | লিস্টার ইন্সটিটিউট |
ডক্টরাল উপদেষ্টা | Otto Fischer |
প্রাথমিক জীবন
আর্থারের জন্ম স্কটিশ প্রেসবিটেরিয়ান ব্যবসায়ী অ্যালবার্ট টায়াস হার্ডেন এবং এলিজা ম্যাকালিস্টারের ঘরে। তার প্রাথমিক শিক্ষা ডক্টর আর্নেস্ট অ্যাডাম পরিচালিত ভিক্টোরিয়া পার্কের একটি বেসরকারি স্কুলে। তিনি ১৮৭৭ সালে স্টেফোর্ডশায়ারের একটি টেটেনহল কলেজে পড়াশোনা করতে যান এবং ১৮৮২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করে ১৮৮২ সালে ওভেন্স কলেজে প্রবেশ করেন, যা বর্তমানে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। হার্ডেন ১৮৮৫ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন।
ব্যক্তিগত জীবন
হার্ডেন ১৯০০ সালে জর্জিনা সিডনি ব্রিজকে বিয়ে করেছিলেন এবং তাদের কোন সন্তান ছিল না। জর্জিনা সিডনি ব্রিজ
১৯২৮ সালের জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন।
পুরস্কার ও সম্মাননা
- নাইট উপাধি, ১৯২৬
সম্মানসূচক ডক্টরেট
- ডক্টর অব সায়েন্স, ইউনিভার্সিটি অব এথেন্স]]
- ডক্টর অব ল'জ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
- ডক্টর অব ল'জ, লিভারপুল বিশ্ববিদ্যালয়[1]