আর্থার জোন্স

আর্থার ওয়েন জোন্স (ইংরেজি: Arthur Jones; জন্ম: ১৬ আগস্ট, ১৮৭২ - মৃত্যু: ২১ ডিসেম্বর, ১৯১৪) নটিংহ্যামশায়ারের শেলটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা, অধিনায়ক ও রাগবি ইউনিয়ন খেলোয়াড় ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন আর্থার জোন্স। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। অন্যদিকে, রাগবি ইউনিয়নে ফুল ব্যাক কিংবা থ্রি কোয়ার্টার অঞ্চলে অবস্থান করতেন তিনি।[1]

আর্থার জোন্স
আনুমানিক ১৯০৫ সালে আর্থার জোন্সের স্থিরচিত্র
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআর্থার ওয়েন জোন্স
জন্ম(১৮৭২-০৮-১৬)১৬ আগস্ট ১৮৭২
শেলটন, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
মৃত্যু২১ ডিসেম্বর ১৯১৪(1914-12-21) (বয়স ৪২)
ডানস্ট্যাবল, বেডফোর্ডশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২৮)
১৪ আগস্ট ১৮৯৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৬ জুন ১৯০৯ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৯২–১৯১৪নটিংহ্যামশায়ার
১৯০১লন্ডন কাউন্টি
১৮৯২–১৮৯৩কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১২ ৪৭২
রানের সংখ্যা ২৯১ ২২,৯৩৫
ব্যাটিং গড় ১৩.৮৫ ৩১.৫৪
১০০/৫০ ০/০ ৩৪/১১৭
সর্বোচ্চ রান ৩৪ ২৯৬
বল করেছে ২২৮ ১৮,১১৬
উইকেট ৩৩৩
বোলিং গড় ৪৪.৩৩ ৩২.৮১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৭৩ ৮/৭১
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/– ৫৮০/২
উৎস: ক্রিকইনফো, ৫ জুলাই ২০১৮
আর্থার জোন্স
রাগবি ইউনিয়নে খেলোয়াড়ী জীবন
অবস্থান ফুল ব্যাক
Senior career
Years Team Apps (Points)
১৮৯৫–১৯১০ লিচেস্টার টাইগার্স 224 563

বেডফোর্ড মডার্ন স্কুলে পড়াশোনা শেষে কেমব্রিজের জেসাস কলেজে অধ্যয়ন করেন।[2] কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, নটিংহ্যামশায়ার, লন্ডন কাউন্টি ও ইংল্যান্ড দলের পক্ষে খেলেছেন।

খেলোয়াড়ী জীবন

প্রতিভাধর, প্রচণ্ড উদ্যমী, উদ্বোধনী ব্যাটসম্যান এবং লেগ ব্রেক ও গুগলি বোলার ছিলেন আর্থার জোন্স। ১৯০৩ সালে নটিংহ্যামশায়ারের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। ট্রেন্ট ব্রিজে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে অপরাজিত ২৯৬ রান করেছিলেন তিনি।

সমগ্র খেলোয়াড়ী জীবনে ১২ টেস্টে অংশ নিয়েছেন। তন্মধ্যে, দুই টেস্টে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম অতিরিক্ত খেলোয়াড় হিসেবে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯০৫ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ঘটনা ঘটে।[3]

ক্রিকেটে অসামান্য ক্রীড়াশৈলী উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ ১৯০০ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা লাভ করেন।

২১ ডিসেম্বর, ১৯১৪ তারিখে বেডফোর্ডশায়ারের ডানস্ট্যাবল এলাকায় ৪২ বছর বয়সে আর্থার জোন্সের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

  1. Farmer, Stuart; Hands, David। Tigers – Official history of Leicester Football Club। The Rugby DevelopmentFoundation। পৃষ্ঠা 380। আইএসবিএন 978-0-9930213-0-5।
  2. "Jones, Arthur Owen (JNS891AO)"A Cambridge Alumni Databaseকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
  3. "The limpet"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
টিপ ফস্টার
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক
১৯০৭–১৯০৮
উত্তরসূরী
আর্চি ম্যাকলারেন
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
জন ডিক্সন
নটিংহ্যামশায়ার ক্রিকেট অধিনায়ক
১৯০০–১৯১৪
উত্তরসূরী
আর্থার কার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.