আর্চার জন পোর্টার মার্টিন

আর্চার জন পোর্টার মার্টিন CBE FRS (১ মার্চ ১৯১০ - ২৮ জুলাই ২০০২)একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৫২ সালে পার্টিশন ক্রোমাটোগ্রাফি আবিষ্কারের জন্য রিচার্ড সিনজের সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[1]

আর্চার জন পোর্টার মার্টিন
জন্ম(১৯১০-০৩-০১)১ মার্চ ১৯১০
মৃত্যু২৮ জুলাই ২০০২(2002-07-28) (বয়স ৯২)
জাতীয়তাইংরেজ
নাগরিকত্বযুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনপিটারহাউস, কেম্ব্রিজ
পরিচিতির কারণক্রোমাটোগ্রাফি
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৫২)
John Price Wetherill Medal (1959)
১৯৫৮ সালে আর্চার জন পোর্টার মার্টিন

প্রাথমিক জীবন এবং শিক্ষা

মার্টিন বেডফোর্ড স্কুল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ পড়াশোনা করেন।

ব্যক্তিগত জীবন

১৯৪৩ সালে তিনি জুডিথ বাগেনাল (১৯১৮-২০০৬) কে বিয়ে করেন এবং একসাথে তাদের দুই ছেলে ও তিন মেয়ে হয়। জীবনের শেষ বছরগুলোতে তিনি আলৎসহাইমারের রোগে ভুগছিলেন।

পুরস্কার ও সম্মাননা

আর্চার জন পোর্টার মার্টিন ১৯৫২ সালে পার্টিশন ক্রোমাটোগ্রাফি আবিষ্কারের জন্য রিচার্ড সিনজের সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

  1. "History of the combination of gas chromatography and mass spectrometry"American Chemical Society (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.