আরেস
অ্যারিসবা আরেস (ইংরেজি:Ares) গ্রিক পুরাণে দেবরাজ জিউস এবং হেরার পুত্র। তাকে কোথাও রণদেবতা হিসেবে উল্লেখ করলেও অ্যারিস মূলতঃ রক্তলোলুপ ক্রূর দেবতা। রোমান পুরাণে অ্যারিসের সমকক্ষ দেবতার নাম মার্স।
নামকরণ
আরেস নামটি গ্রিক শব্দ ἀρή (arē) থেকে এসেছে। এই শব্দটির বির্বতিত রুপ ἀρά (ara) মানে ধ্বংস, বিনাশ। [1]
তথ্যসূত্র
- Online Etymology Dictionary; Are, Georg Autenrieth, A Homeric Dictionary, at Perseus;Are, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, at Perseus
বারো অলিম্পিয়ান |
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.